গত ৪ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিংলা পূর্বচক্রের অন্তগর্ত ৭২ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২ টি স্কুল একসঙ্গে বন্ধ ছিল।কিন্তু সেখানে স্কুল গুলিতে মিড মিলের খাওয়ার দেওয়ার হিসেব দেওয়া হয়েছে। ওই দিন সার্কেলের সমস্ত স্কুল খোলা। কেবল মাত্র এই ১২ টি স্কুল কেন বন্ধ? এই নিয়েই স্কুল গুলিকে শোকজ নোটিস করলো শিক্ষা দফতর। কেন তারা স্কুল বন্ধ রেখেছিল তার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে তিন দিনের মধ্যে।
advertisement
আর এই নিয়েই শোরগোল পড়ে গিয়েছে পিংলায়।এই বিষয়ে ১২ স্কুলের প্রধান শিক্ষক সহ অনান্য শিক্ষকরা মুখে কুলুপ এঁটেছেন।যদিও এই বিষয়ে পিংলা পূর্ব চক্রের সাব ইন্সপেক্টর অফ স্কুল সুরজিত সামন্ত জানান এই বিজ্ঞপ্তি ভুয়ো নয়। এই নির্দেশিকা আমরা জারি করেছি। কেন ৪ সেপ্টেম্বর ওনারা স্কুল বন্ধ রেখেছিলেন। আমাদের সার্কেলে ওই দিন ৭২ টি স্কুলের মধ্যে ১২ টি স্কুল বাদে সমস্ত স্কুলই খোলা ছিল। আর এই স্কুল বন্ধ নিয়ে শোরগোল পড়েছে পিংলায়। শুরু হয়েছে সমালোচনা।