TRENDING:

Fraud Case: মাটির বাড়ি থেকে অট্টালিকা! চোখের নিমেষে কী করে এত সম্পত্তির মালিক হল জিন্নার?

Last Updated:

ইডি অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা নিয়েছেন শেখ জিন্নার। সেই অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে বুধবার সকাল থেকে অভিযান চালায় ইডি। তল্লাশিতে বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। 

advertisement
পূর্ব বর্ধমান: ছিল পারিবারিক মাটির বাড়ি। কয়েক বছরেই ভোল বদল শেখ জিন্নার আলির। গ্রামের মাঝে যেন অট্টালিকা। দোতলা বাড়ির ছ’টা ঘর। বেশিরভাগ ঘরেই রয়েছে এসি। বাইরে সিসিটিভির নজরদারি। শুধু তাই নয়, বাড়ি জুড়ে দামি দামি নানান জিনিস সাজানো। প্রতিটি ওয়াশরুমে বাথটব। এছাড়াও বর্ধমান, বাঁকুড়া, কলকাতায় নাকি অনেক সম্পত্তি রয়েছে জিন্নারের। ইদানিং জমি কেনার নেশা পেয়ে বসেছিল জিন্নারকে। এলাকায় প্রচুর জমি কেনার কথা স্থানীয়দের সকলেরই জানা। শেখ জিন্নার আলির পূর্ব বর্ধমানের রায়নার সেই বাড়িতেই বুধবার দিনভর তল্লাশি চালালো ইডি।
মাটির বাড়ি থেকে অট্টালিকা, বহু জমির মালিক! কী করে রাতারাতি এতো সম্পত্তির মালিক হল জিন্নার?
মাটির বাড়ি থেকে অট্টালিকা, বহু জমির মালিক! কী করে রাতারাতি এতো সম্পত্তির মালিক হল জিন্নার?
advertisement

পারিবারিক জমি ছিল তিন বিঘে। এখন প্রায় পঁচিশ বিঘে জমির মালিক জিন্নার। খুব কম সময়ের মধ্যে নিজের গ্রাম ও সেহারাবাজারে অনেক জমি কিনেছে। এছাড়াও তাঁর নাকি কলকাতা, বর্ধমান, বাঁকুড়ায় বাড়ি আছে। এত টাকার উৎস কী? কিছুই জানা নেই গ্রামবাসীদের। তাঁদের বক্তব্য, ‘বাইরে চাকরি করে এমনটাই জানাতেন জিন্নার। কিন্তু কী চাকরি করতেন, কত টাকা বেতন পেত সে সব কিছু আমরা জানতাম না। আজ দেখছি ইডি আধিকারিকেরা এসে বাড়িতে তল্লাশি চালাচ্ছে।’

advertisement

আরও পড়ুন– অ্যাকাউন্টে মাত্র ৫৫৬ টাকা, ফ্ল্যাটের বাইরে বোর্ড ঝুলিয়ে একদিনেই ৩.৭২ কোটি টাকা আয় ! হতবাক পুলিশও

রাতে মাঝেমধ্যেই বাড়িতে পার্টি হত। খাওয়া দাওয়ায় যোগ দিতেন পরিচিত বিধায়ক থেকে পুলিশ অফিসার, সরকারি আধিকারিক অনেকেই। জিন্নারের ফেসবুক পেজে বহু ছবি রয়েছে বিধায়ক অলোক মাঝির। বিধায়ক নাকি প্রায়ই আসতেন তাঁর বাড়িতে। বিধানসভাতেও ওই বিধায়কের সঙ্গে জিন্নারের ছবি দেখা যাচ্ছে। বিধায়ক অলোক মাঝি অবশ্য বলেন, ‘আমি জনপ্রতিনিধি। অনেকেই আমার সঙ্গে ছবি তোলেন। জিন্নারের সঙ্গে বাড়তি কোনও ঘনিষ্ঠতা নেই।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উঠতি দাবাড়ুদের জন্য দারুণ মঞ্চ! পুরুলিয়ায় জমাটি দাবা প্রতিযোগিতার আয়োজন
আরও দেখুন

ইডি অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা নিয়েছেন শেখ জিন্নার। সেই অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে বুধবার সকাল থেকে অভিযান চালায় ইডি। তল্লাশিতে বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fraud Case: মাটির বাড়ি থেকে অট্টালিকা! চোখের নিমেষে কী করে এত সম্পত্তির মালিক হল জিন্নার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল