TRENDING:

ED raid at Apa: শান্তিনিকেতনের অপা-য় হানা ইডি-র, পার্থ-অর্পিতার বাড়িতে শুরু তল্লাশি

Last Updated:

বেলা এগারোটার কিছু পরে বোলপুরে পৌঁছয় প্রথমেই অপা-য় যান ইডি কর্তারা৷ ইতিমধ্যেই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন তদন্তকারীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনুপ চক্রবর্তী, বোলপুর: বোলপুরের শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি অপা-য় হানা দিল ইডি৷ এ দিন সকালেই কলকাতা থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেয় ইডি-র একটি বড় দল৷ বেলা এগারোটার কিছু পরে বোলপুরে পৌঁছয় প্রথমেই অপা-য় যান ইডি কর্তারা৷ ইতিমধ্যেই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন তদন্তকারীরা৷
শান্তিনিকেতনে পার্থ- অর্পিতার এই বাড়়িতেই হানা ইডি-র৷
শান্তিনিকেতনে পার্থ- অর্পিতার এই বাড়়িতেই হানা ইডি-র৷
advertisement

ইতিমধ্যেই গোটা বাড়িিট ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী৷ বাড়িটি দেখাশোনার দায়িত্বে থাকা মহিলা কর্মী গেট খুলে দিলে বাড়ির ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা৷ ২০১২ সালে এই বাড়িটি অর্পিতার নামে কেনা হয়৷ বাড়িটির দলিলেও পার্থ চট্টোপাধ্যায়ের সই মিলেছে৷

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পরেই তাঁদের জিজ্ঞাসাবাদ করে শান্তিনিকেতনের প্রান্তিকের ফুলডাঙার এই বাড়িটির খোঁজ পান ইডি আধিকারিকরা৷ শুধু অপা নয়, শান্তিনিকেতনে পার্থ এবং অর্পিতার একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে৷

advertisement

আরও পড়ুন: জুতো কাণ্ডের পর বাড়ছে নিরাপত্তা, আদালতে তুলে পার্থ- অর্পিতাকে ফের নিজেদের হেফাজতে চাইবে ইডি

টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার  দু'টি ফ্ল্যাটে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধারের পরে অর্পিতার নামে থাকা অন্যান্য সম্পত্তি এবং তাঁর পার্লারেও হানা দিয়েছে ইডি৷ এবার শান্তিনিকেতনের এই বাড়িতে শুরু হল তল্লাশি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আজই ফের আদালতে তোলা হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে৷ তার আগে দু' জনের বিরুদ্ধে আরও প্রমাণ জোগাড় করতে মরিয়া ইডি৷ কারণ ফের একবার পার্থ- অর্পিতাকে নিজেদের হেফাজতে নিতে চায় তারা৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ED raid at Apa: শান্তিনিকেতনের অপা-য় হানা ইডি-র, পার্থ-অর্পিতার বাড়িতে শুরু তল্লাশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল