আগের বার তৃণমূল এই নেতার বাড়িতে যখন তাঁরা পৌঁছেছিলেন তখন তাঁদের ওপর আক্রমণ করা হয়৷ এবারে ইডি আধিকারিকরা যখন রেড করতে গেছেন তখন স্থানীয় পুলিশ থানা থেকে পুলিশবাহিনী নিয়ে গেছেন ইডি আধিকারিকরা৷
আরও পড়ুন – Shreyas Iyer Inury: ৪৪০ ভোল্টের বড় ঝটকা, প্র্যাকটিশে শ্রেয়সের চোট, কী করবেন রোহিত
advertisement
২৫ টি গাড়ি করে ১২৫ জনের বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাতজন আধিকারিকের দল শেখ শাহজাহনের বাড়িতে সকাল সাতটার মধ্যে পৌঁছে যায়৷ বাড়িতে তালা বন্ধ থাকায় নাম ধরে ডাকাডাকি করা হলেও কেউ গেট খুলছিলেন না৷ সূত্রের খবর পরে একজন নেমে এলেও সে জানায় তাঁর কাছে বাড়ির চাবি নেই৷ পরে চাবি তৈরি করতে পারে এমন লোককে ডেকে পাঠায় ইডি৷
ভিডিও রেকর্ডিং অন রেখে চাবি তৈরি করে সেই চাবি দিয়ে দরজা খুল তৃণমূল নেতার বাড়িতে ঢোকে ইডি৷ পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে৷