Shreyas Iyer Inury: ৪৪০ ভোল্টের বড় ঝটকা, প্র্যাকটিশে শ্রেয়সের চোট, কী করবেন রোহিত

Last Updated:
Shreyas Iyer Inury: ভারত বনাম ইংল্যান্ড সিরিজের আগে এ কী চোট পেলেন শ্রেয়স আইয়ার
1/5
Shreyas Iyer Inury: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু ২৫ জানুয়ারি থেকে৷ তার ২ দিন আগে বড় ঝটকা খেল ভারতীয় দল৷  ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে৷  প্রথম ম্যাচটি  হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
Shreyas Iyer Inury: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু ২৫ জানুয়ারি থেকে৷ তার ২ দিন আগে বড় ঝটকা খেল ভারতীয় দল৷  ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে৷  প্রথম ম্যাচটি  হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
advertisement
2/5
উদ্বোধনী টেস্টের আগে হায়দরাবাদে তুমুল প্রস্তুতির মধ্যেই এল খারাপ খবর৷  অনুশীলনে চোট পেয়েছেন টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় শ্রেয়স আইয়ার৷
উদ্বোধনী টেস্টের আগে হায়দরাবাদে তুমুল প্রস্তুতির মধ্যেই এল খারাপ খবর৷  অনুশীলনে চোট পেয়েছেন টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় শ্রেয়স আইয়ার৷
advertisement
3/5
একদিন আগেই বিরাট কোহলি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটি টেস্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন৷ এরপর ফের দলের গুরুত্বপূর্ণ ব্যাটারের চোটের খবর চিন্তায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷  টেস্ট সিরিজের আগে নেটে চোট পান ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। কতটা জোরে  চোট লেগেছে তা এখনও  জানায়নি ভারতীয় বোর্ড৷  তিনি নেটে ব্যাট করছিলেন যখন থ্রো-ডাউনার বলটি তাঁর কব্জিতে লেগেছিল।
একদিন আগেই বিরাট কোহলি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটি টেস্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন৷ এরপর ফের দলের গুরুত্বপূর্ণ ব্যাটারের চোটের খবর চিন্তায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷  টেস্ট সিরিজের আগে নেটে চোট পান ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। কতটা জোরে  চোট লেগেছে তা এখনও  জানায়নি ভারতীয় বোর্ড৷  তিনি নেটে ব্যাট করছিলেন যখন থ্রো-ডাউনার বলটি তাঁর কব্জিতে লেগেছিল।
advertisement
4/5
এই চোটের পর তিনি মাঠের  বাইরে চলে যান। তবে কিছুক্ষণ বরফ লাগানোর পর আবার ব্যাটিংয়ে ফিরেছিলেন তিনি।
এই চোটের পর তিনি মাঠের  বাইরে চলে যান। তবে কিছুক্ষণ বরফ লাগানোর পর আবার ব্যাটিংয়ে ফিরেছিলেন তিনি।
advertisement
5/5
শ্রেয়স আইয়ার টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত ১২টি টেস্ট ম্যাচ খেলেছেন। শ্রেয়স আইয়ার ৩৯.২৭ গড়ে ৭০৭ রান করেছেন। তাঁর রয়েছে ৫টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি৷  একই সময়ে, ভারতের মাটিতে ৭টি টেস্ট ম্যাচ খেলে ৩৯.০৯ গড়ে ৪৩০ রান করেছেন।
শ্রেয়স আইয়ার টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত ১২টি টেস্ট ম্যাচ খেলেছেন। শ্রেয়স আইয়ার ৩৯.২৭ গড়ে ৭০৭ রান করেছেন। তাঁর রয়েছে ৫টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি৷  একই সময়ে, ভারতের মাটিতে ৭টি টেস্ট ম্যাচ খেলে ৩৯.০৯ গড়ে ৪৩০ রান করেছেন।
advertisement
advertisement
advertisement