চুঁচুড়ার ময়নাডাঙ্গার বাসিন্দা সন্দীপ সাধুখাঁ বাড়িতে মঙ্গলবার সকালে এসে পৌঁছন ইডির আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় জওয়ানের এক বড় দল। ১০০ দিনের কাজের টাকা তছরুপ ও ভুয়ো জব কার্ড তৈরি এই সমস্ত কিছুর প্রামাণ্য নথি খুঁজতেই ইডির হানা এমনটাই জানা যায় সূত্র মারফত।
advertisement
তবে পরে জানা যায়, চুঁচুড়ার যে বাড়িতে তারা তদন্ত করতে এসেছিলেন সেই বাড়িটি অন্য ব্যক্তির একই নাম হওয়ার দরুন এই বিভ্রাটের শিকার হয়েছেন ইডি আধিকারিকরা এমনই জানান এক তদন্তকারী সংস্থার আধিকারিক।এই বিষয়ে তদন্তকারী সংস্থার আধিকারিক বলেন, তারা যে নামের লোকের বাড়িতে যেতে চেয়েছিলেন সেই নামের সঙ্গে এই ব্যক্তির নাম ও পদবীর মিল রয়েছে সেই কারণেই ভুলবশত তাদের বাড়িতে চলে এসেছেন তারা।
পরবর্তীতে চুঁচুড়া ছেড়ে ধনিয়াখালীর দিকে রওনা দেন তদন্তকারী আধিকারিক সংস্থা। সন্দীপ সাধুখাঁর ছেলে শুভদীপ সাধুখাঁ বলেছেন ভুল ঠিকানায় ভুল লোকের কাছে আসে ইডি। সকাল ঘুম থেকে উঠে দরজা খুলে সিআরপিএফ দেখে ঘাবড়ে যান গোটা পরিবার। পরে ইডি আধিকারিকরা জানায় তাদের ভুল হয়েছে। ইডি তদন্তে আসায় সামাজিক সম্মান নষ্ট হয়েছে বলে দাবি তাঁর।
রাহী হালদার