গরু পাচার মামলার তদন্তে একটানা বেশ কয়েক দিন ধরে দিল্লিতে ডেকে অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল এবং হিসেব রক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে ইডি৷ ওই দু' জনকে জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছে, তারই ভিত্তিতে এবার অনুব্রতকে জেরা করতে চান ইডি আধিকারিকরা৷
আরও পড়ুন: কেসের চাপে পক্ককেশ? তিন মাসেই 'বৃদ্ধ' হলেন কেষ্ট
advertisement
এ দিন আদালতে ইডি-র পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে, সেখানেও সুকন্যা এবং মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার বিষয়টি উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সংশ্লিষ্ট মহলের দাবি, এর পরে সায়গলের মতো অনুব্রতকেও দিল্লিতে নিজেদের হেফাজতে নিয়ে গিয়ে জেরা করার আবেদনও করতে পারে ইডি৷
আরও পড়ুন: 'আমার হাতেও কামড়াতে পাঠানো হয়েছিল,' শুভেন্দুর নিশানায় বেবি তামাং
আজই গরু পাচার মামলায় ফের একবার আসানসোল আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে৷ যদিও জামিনের বিরোধিতা করতে গিয়ে কয়েকদিন আগে বীরভূমে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের করা মন্তব্যকে হাতিয়ার করে সিবিআই৷ ফিরহাদ হাকিম অনুব্রতকে 'বাঘ' বলে সম্বোধন করেছিলেন৷
সেই মন্তব্যের উল্লেখ করে আদালতে সিবিআই-এর আইনজীবী সওয়াল করে বলেন, অনুব্রত প্রভাবশালী বলেই তাঁর সঙ্গে বাঘের তুলনা করছেন রাজ্যের মন্ত্রী৷ ফলে অনুব্রত জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করার পাশাপাশি তথ্যপ্রমাণও নষ্ট করতে পারেন বলে যুক্তি দেন সিবিআই-এর আইনজীবী৷ যদিও জামিন পেলে অনুব্রত মণ্ডল বীরভূমে না গিয়ে কলকাতাতেও থাকতে রাজি বলে পাল্টা আদালতের কাছে আর্জি জানান তৃণমূল নেতার আইনজীবী৷ শেষ পর্যন্ত অবশ্য অনুব্রতর জামিনের আর্জি খারিজ করে দিয়ে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷