কিন্তু কি কারণে ইডির হানা! দেশজুড়ে একাধিক ডিজিটাল অ্যারেস্টের ঘটনা প্রকাশ্যে এসেছে বিগত কয়েক মাসে। কখনও ইডি অফিসার সেজে, আবার কখনও মুম্বই বা দিল্লি পুলিশ সেজে প্রতারণা করা হয়েছে। কয়েক হাজার থেকে লক্ষ-কোটি টাকা খুইয়েছেন সাধারণ মানুষ। মানুষকে প্রতারিত করে ডিজিটাল অ্যারেস্টের সঙ্গে যুক্ত ছিলেন রাহাতুল্লা শেখ। আর সেই যোগ সূত্র ধরেই বড়ঞার নিমা গ্রামে ইডির হানা দেওয়া হয় এক অনলাইন দোকান ব্যবসায়ীর বাড়িতে। রাহি শেখ ওরফে রাহাতুল্লা শেখের বাড়িতে এই ইডির হানা দেওয়া হয় বলেই জানা গিয়েছে। ইতি মধ্যেই ফেরার আছেন রাহাতুল্লা শেখ। পরিবারের সদস্যদের জিজ্ঞেসবাদ করা হয়েছে দিনভর দফায় দফায়।
advertisement
মুর্শিদাবাদ জেলার কান্দির বাসিন্দা হলেও নিমা গ্রামেই থাকতেন তিনি। ইতি মধ্যেই তার বাড়িতে হানা দিয়ে বাড়ির কাগজপত্র খতিয়ে দেখেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসার পাশাপাশি অনলাইনের দোকান চালাতেন তিনি। বছর দু’য়েক আগে রেল দফতরের পক্ষ থেকেও হানা দেওয়া হয় তার বাড়িতে। আইআরসিটিসি টিকিট জালিয়াতি ঘটনায় আগেও গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান। তবে সাম্প্রতিক কালে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছিল ইডির পক্ষ থেকে। একাধিকবার নোটিশ করা হয় রাহাতুল্লা শেখকে। হাজিরা না দেওয়ার কারণে তার বাড়িতে ও দোকানে হানা দেয় ইডির। তিনজন আধিকারিকের নেতৃত্বে এই অভিযান চলে। গোটা বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
ইডির দুই জন পুরুষ ও একজন মহিলা সহ পাঁচজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিলেন। ইডি সুত্রে খবর, কয়েক বছরে বহু নামি ও বেনামি সম্পত্তি তৈরি করেছিলেন। তার জমির দলিল সহ নথিপত্র উদ্ধার করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলাতেও তার জমির হদিশ পাওয়া গিয়েছে। বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের অবৈধ লেনদেন সহ তথ্য পাওয়া গিয়েছে। এছাড়াও বিদেশী মুদ্রা ক্রিপ্টো কারেন্সির দুটো আইডি ও পাসওয়ার্ড পাওয়া গিয়েছে যেগুলো ব্যবহার করে এই আর্থিক লেনদেন করতেন তিনি। যা ইতি মধ্যেই বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে ইডির আধিকারিকরা।
আরও পড়ুনঃ ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা! ‘এই’ তারিখে বড় চমক দেবে বোর্ড!
চেন্নাইয়ের ডিজিটাল-অ্যারেস্ট মামলার তদন্তে নেমেই এই বড়ঞার যোগ সুত্র উঠে আসে। তবে এত পরিমাণ সম্পত্তি কিভাবে তৈরি করেছিলেন তাও ভাবাচ্ছে ইডির আধিকারিদের। এই চক্রের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখছে ইডির আধিকারিকরা।
কৌশিক অধিকারী






