TRENDING:

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সোনাঝুড়িতে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ ইকোট্যুরিজম পার্ক

Last Updated:

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই সোনাঝুড়িতে শুরু হয়েছে ইকোট্যুরিজম পার্কের কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বোলপুর: মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই সোনাঝুড়িতে শুরু হয়েছে ইকোট্যুরিজম পার্কের কাজ। এখনও পুরোপুরি কাজ শেষ না হলেও কাজের গতি দেখে খুশি পর্যটকরা। তাদের জন্যই থাকছে বাঁশ দিয়ে তৈরি ছাউনিতে বিশ্রাম নেওয়ার জায়গা। আলাদা বাথরুম সহ একাধিক সুযোগ সুবিধা।
advertisement

বাইশে মে দুহাজার সতেরো। মুখ্যমন্ত্রী বোলপুরে গিয়ে সোনাঝুড়িতে একটি ইকোট্যুরিজম পার্ক তৈরির কথা ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণা মতই সোনাঝুড়িতে শুরু হয়েছে ইকোট্যুরিজম পার্ক তৈরির কাজ। পর্যটকদের জন্য থাকছে বাঁশের ছাউনি দেওয়া বিশ্রাম নেওয়ার জায়গা। আলাদা বাথরুম সহ একাধিক সুবিধা। মুখ্যমন্ত্রী কোনও মিথ্যা প্রতিশ্রুতি দেন না। তাই তাঁর ঘোষণার কিছুদিনের মধ্যেই পার্কের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

advertisement

এখনও পুরোপুরি শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। কিন্তু এর মধ্যেই পর্যটকরা ভিড় জমিয়েছেন সোনাঝুড়ি ইকোট্যুরিজম পার্কে। এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোনাঝুড়ির ইকো ট্যুরিজম পার্কের কাজ শেষ হলে পর্যটকদের আনা গোনা আরও বাড়বে বলেই আশা প্রশাসনের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুখ্যমন্ত্রীর উদ্যোগে সোনাঝুড়িতে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ ইকোট্যুরিজম পার্ক