TRENDING:

Tarakeshwar: তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন! কোন কোন দিন ক'টা থেকে? জেনে নিন

Last Updated:

Tarakeshwar special train: ভক্তদের প্রয়োজনের কথা বিবেচনা করেই পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে ছয় জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেন হাওড়া-তারকেশ্বর শাখায় সব রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বর্ষা আসলেই যার অপেক্ষা থাকে, তা হল তারকেশ্বরের শ্রাবণী মেলা। জুলাই থেকে অগাস্ট মাস ধরে এই মেলায় ভিড় জমান অজস্র মানুষ। তাই এই জনপ্রিয় মেলা উপলক্ষে পূর্ব রেলওয়ে ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে পূর্ব রেলওয়ে ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে
তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে পূর্ব রেলওয়ে ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে
advertisement

তারকেশ্বরের শ্রাবণী মেলা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও ধর্মীয় নির্ঘণ্টর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা অসংখ্য ভক্তকে আকৃষ্ট করে। তাঁরা শিবের আশীর্বাদ নিতে এবং ভক্তি ও ঐক্যের আবহে নিজেদের নিমগ্ন করতে আসেন। শ্রাবণ মাসে মেলাটি অনুষ্ঠিত হয় শিবের ‘জলাভিষেক’ এর জন্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা শিবের ‘জলাভিষেক’ এর জন্য তারকেশ্বরে আসেন। শ্রাবণী মেলার সময়, তারকেশ্বর এবং শেওড়াফুলি স্টেশনে ভক্তের ঢল নামে।

advertisement

ভক্তদের প্রয়োজনের কথা বিবেচনা করেই পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে ছয় জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেন হাওড়া-তারকেশ্বর শাখায় সব রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে।

হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে ভোর ৪টে বেজে ৫ মিনিটে এবং দুপুর ১২টা বেজে ৫০ মিনিটে ছাড়বে। সেগুলি যথাক্রমে সকাল ৫টা ৩৫ মিনিট এবং দুপুর ২টো ২০ মিনিটে তারকেশ্বরে পৌঁছাবে। একই ভাবে, শিব দর্শনের পর ভক্তদের হাওড়া ফেরত নিয়ে আসার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল ১০টা৫৫ এবং রাত ৯টা১৭ মিনিটে ছাড়বে। সেই ট্রেনগুলি যথাক্রমে দুপুর ১২টা৩০ এবং রাত ১০টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।

advertisement

এছাড়াও, শেওড়াফুলি থেকে গঙ্গার জল তারকেশ্বরে জলাভিষেকের জন্য নিয়ে যাওয়ার গুরুত্ব বিবেচনা করে, পূর্ব রেলওয়ে শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। শেওড়াফুলি – তারকেশ্বর ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, সকাল ০৯:২০, বিকেল ০৪:২০ এবং সন্ধ্যা ০৭:৪০-এ ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৭:৪৫, সকাল ১০:১৫, বিকেল ০৫:১০ এবং রাত ০৮:৩০-এ তারকেশ্বরে পৌঁছাবে।

advertisement

অন্য দিকে, তারকেশ্বর – শেওড়াফুলি ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে সকাল ০৫:৫৫, সকাল ০৮:১০, দুপুর ০২:৫০ এবং সন্ধ্যা ০৬:৪০-এ ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৬:৪৫, সকাল ০৯:০৩, বিকেল ০৩:৪০ এবং সন্ধ্যা ০৭:৩০-এ শেওড়াফুলিতে পৌঁছাবে।

আরও পড়ুন- জল বাড়ছে নদীর! মাটির বাঁধ, আতঙ্কে দিন কাটছে অসম-বাংলা সীমান্তের মানুষের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র জানিয়েছেন, নিয়মিত ট্রেনের পাশাপাশি, এই ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বরে শ্রাবণী মেলার সময় সব রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চালানো হবে। তাঁর উল্লিখিত তারিখগুলি হল- ১৭.০৭.২০২৪, ২১.০৭.২০২৪, ২২.০৭.২০২৪, ২৮.০৭.২০২৪, ২৯.০৭.২০২৪, ০৪.০৮.২০২৪, ০৫.০৮.২০২৪, ১১.০৮.২০২৪, ১২.০৮.২০২৪, ১৫.০৮.২০২৪, ১৮.০৮.২০২৪ & ১৯.০৮.২০২৪। তিনি আরও জানান, এই বিশেষ ট্রেনগুলি রুটের সব স্টেশনে থামবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarakeshwar: তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন! কোন কোন দিন ক'টা থেকে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল