অন্যদিকে নজরুল প্রেমীদের জন্য বড় সুখবর দিয়েছে রেল। কবির প্রতি শ্রদ্ধা জানাতে পূর্ব রেলের পক্ষ থেকে বড় পদক্ষেপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে ইতিমধ্যে পরিকল্পনা চাওয়া হয়েছে। যে পরিকল্পনার বাস্তবায়ন হলে তা কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানানোর একটি মাইলফলক হয়ে থাকবে। বড় উপহার হবে নজরুল প্রেমীদের জন্য।
advertisement
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমলের ঝাপটায় তছনছ হওয়ার আশঙ্কা! কপ্টার, ত্রাণ নিয়ে প্রস্তুত ভারতীয় নৌবাহিনী
নজরুল তীর্থ চুরুলিয়ায় কবির ১২৫ তম জন্মদিবস উপলক্ষে নানারকম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একটি প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। রয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩১ মে পর্যন্ত চুরুলিয়া গ্রামে চলবে বিশেষ মেলা। যেখানে কবি নজরুলকে নিয়ে চলবে চর্চা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিকে শ্রদ্ধা সম্মান জানাবেন নজরুল প্রেমী, নজরুল গবেষকরা।
কবির ১২৫ তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে হাজির হয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, আসানসোল বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কবিকে সম্মান জানাতে রেলের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে কবিকে শ্রদ্ধা জানানোর বিশেষ উদ্যোগ নেওয়া হবে। চুরুলিয়া সংলগ্ন সবচেয়ে নিকটবর্তী স্টেশন অর্থাৎ বারাবনি স্টেশনে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানানো। যে বিষয়ে ইতিমধ্যেই পরিকল্পনা চাওয়া হয়েছে।
নয়ন ঘোষ