TRENDING:

Power Lifting Championship: নজরে বাংলার স্নেহা-অমৃতা-অর্পণরা! হাওড়ায় পূর্ব ভারতের সেরা ভারোত্তোলকদের লড়াই, শুরু হয়ে গেল জমাটি প্রতিযোগিতা

Last Updated:

Power Lifting Championship: আসাম, ঝাড়খণ্ড, বিহার, মণিপুর, সিকিম, ত্রিপুরা, ওড়িশা এবং আয়োজক রাজ্য পশ্চিমবঙ্গ থেকে মোট ১৬৫ জন খেলোয়াড় এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। পূর্ব ভারতের ভারোত্তোলকরা এখন নিজেদের সেরাটা তুলে ধরতে হাওড়ায় হাজির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতিঃ প্রায় ৬ বছর পর আবার হাওড়ায় সিনিয়র ইস্টার্ন ইন্ডিয়া পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। ৫১ তম ইস্টার্ন ইন্ডিয়া পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ স্কোয়াট, ডেডলিফ্ট এবং ব্রেঞ্চপ্রেস ক্যাটাগরিতে পূর্ব ভারতের প্রতিভাবান ভারোত্তোলকরা এখন নিজেদের সেরাটা তুলে ধরতে হাওড়ায় হাজির।
advertisement

চারদিন ধরে এই চ্যাম্পিয়নশিপ (ক্লাসিক এবং ইকুইপড) চলবে। হাওড়ার আন্দুলে পুইল্যা কিশোর ব্যায়াম সমিতি গ্রাউন্ডে শুরু হয়েছে প্রতিযোগিতা। ইস্টার্ন জোন ও স্টেট চ্যাম্পিয়নশিপ, আগামী ১৩ই ডিসেম্বর পর্যন্ত চলা প্রতিযোগিতায় কয়েকশো প্রতিযোগী অংশগ্রহণ করছেন।

আরও পড়ুনঃ রোজকার যানজট-যাত্রী অসুবিধা থেকে মুক্তি চাই! স্থায়ী বাসস্ট্যান্ডের দাবিতে সরব আড়ষাবাসী, কী বলছে জেলা পরিষদ

advertisement

আসাম, ঝাড়খণ্ড, বিহার, মণিপুর, সিকিম, ত্রিপুরা, ওড়িশা এবং আয়োজক রাজ্য পশ্চিমবঙ্গ থেকে ১৬৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। এই চ্যাম্পিয়নশিপে যাদের দিকে নজর থাকবে তাঁরা হলেন বাংলার স্নেহা ঘরামী, অর্পণ মজুমদার, অমৃতা ঘোষ, মৌমিতা ঘোষ, বিহারের সুধা কুমারী, ঝাড়খণ্ডের নেহা রানী এবং সিকিমের গুয়া মায়া প্রধান ও বিশাল রাইয়ের মতো খেলোয়াড়রা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নজরে বাংলার স্নেহা-অমৃতা-অর্পণরা! হাওড়ায় পূর্ব ভারতের সেরা ভারোত্তোলকদের লড়াই
আরও দেখুন

এছাড়াও ৫২তম সিনিয়র রাজ্য চ্যাম্পিয়নশিপও চলছে একই স্থানে। সেখানে ১৮টি জেলা থেকে প্রায় ২৭৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতা স্থলে উপস্থিত রাজ্য পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কানাইলাল দে, জয়ন্ত সাঁতরা সহ অন্যান্যরা। বেঙ্গল পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন সেক্রেটারি তথা অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট কানাইলাল দে জানান, পাওয়ার লিফটিং-য়ে বাংলার অবস্থান গুরুত্বপূর্ণ। এবার বাংলা সর্বোচ্চ স্থান অধিকারের ভাগীদার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Power Lifting Championship: নজরে বাংলার স্নেহা-অমৃতা-অর্পণরা! হাওড়ায় পূর্ব ভারতের সেরা ভারোত্তোলকদের লড়াই, শুরু হয়ে গেল জমাটি প্রতিযোগিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল