চারদিন ধরে এই চ্যাম্পিয়নশিপ (ক্লাসিক এবং ইকুইপড) চলবে। হাওড়ার আন্দুলে পুইল্যা কিশোর ব্যায়াম সমিতি গ্রাউন্ডে শুরু হয়েছে প্রতিযোগিতা। ইস্টার্ন জোন ও স্টেট চ্যাম্পিয়নশিপ, আগামী ১৩ই ডিসেম্বর পর্যন্ত চলা প্রতিযোগিতায় কয়েকশো প্রতিযোগী অংশগ্রহণ করছেন।
advertisement
আসাম, ঝাড়খণ্ড, বিহার, মণিপুর, সিকিম, ত্রিপুরা, ওড়িশা এবং আয়োজক রাজ্য পশ্চিমবঙ্গ থেকে ১৬৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। এই চ্যাম্পিয়নশিপে যাদের দিকে নজর থাকবে তাঁরা হলেন বাংলার স্নেহা ঘরামী, অর্পণ মজুমদার, অমৃতা ঘোষ, মৌমিতা ঘোষ, বিহারের সুধা কুমারী, ঝাড়খণ্ডের নেহা রানী এবং সিকিমের গুয়া মায়া প্রধান ও বিশাল রাইয়ের মতো খেলোয়াড়রা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও ৫২তম সিনিয়র রাজ্য চ্যাম্পিয়নশিপও চলছে একই স্থানে। সেখানে ১৮টি জেলা থেকে প্রায় ২৭৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতা স্থলে উপস্থিত রাজ্য পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কানাইলাল দে, জয়ন্ত সাঁতরা সহ অন্যান্যরা। বেঙ্গল পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন সেক্রেটারি তথা অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট কানাইলাল দে জানান, পাওয়ার লিফটিং-য়ে বাংলার অবস্থান গুরুত্বপূর্ণ। এবার বাংলা সর্বোচ্চ স্থান অধিকারের ভাগীদার।





