এই বৈঠকে মাননীয় সংসদ সদস্যগণ শ্রী কীর্তি আজাদ ঝা (বিশিষ্ট ক্রিকেটার), শ্রী বিজয় কুমার হান্সদাক, শ্রী অসিত কুমার মাল, শ্রী জগন্নাথ সরকার, শ্রীমতী মহুয়া মৈত্র, শ্রী নলিন সরেন, ডঃ শর্মিলা সরকার, শ্রী বাপি হালদার, শ্রীমতী সায়নী ঘোষ, শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্রী পার্থ ভৌমিক ও মোঃ নদিমুল হক (রাজ্যসভা সদস্য) উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মাননীয় সাংসদের প্রতিনিধিগণ, যেমন—শ্রী শান্তনু ঠাকুর (কেন্দ্রীয় মন্ত্রী), শ্রীমতী শতাব্দী রায়, শ্রী সৌমিত্র খাঁ, শ্রীমতী মালা রায়, শ্রী খলিলুর রহমান, শ্রীমতী মিতালি বাগ, শ্রী আবু তাহের খান ও শ্রী সৌগত রায়ের প্রতিনিধি। শ্রী মিলিন্দ দেওউস্কর, মহাব্যবস্থাপক, পূর্ব রেলওয়ে, সকল মাননীয় সাংসদগণকে স্বাগত জানান। বৈঠকের সভাপতিত্ব করেন শ্রী কীর্তি আজাদ ঝা, মাননীয় সাংসদ।
advertisement
বৈঠকে রেল পরিকাঠামো, যাত্রী সুবিধা ও সার্বিক উন্নয়নের বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।মাননীয় সাংসদদের কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও দাবিসমূহ:• শ্রী কীর্তি আজাদ ঝা: বর্ধমান স্টেশনে সাইকেল স্ট্যান্ড নির্মাণ এবং প্ল্যাটফর্ম ১ থেকে ৫ ও ৬ থেকে ৮ এর মধ্যে ফুট ওভার ব্রিজ নির্মাণের প্রস্তাব দেন।• শ্রী বিজয় কুমার হান্সদাক: পাকুড় স্টেশনে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের থামার দাবি ও বনাঞ্চল এক্সপ্রেসে অতিরিক্ত এসি কোচ যুক্ত করার অনুরোধ জানান।• শ্রী জগন্নাথ সরকার: রানাঘাটে রোড ওভার ব্রিজ ও চূর্ণী নদীর উপর ফুট ওভার ব্রিজ নির্মাণ, এবং এসি লোকাল ট্রেন চালুর প্রস্তাব দেন।• শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়: বালি স্টেশনে নিরাপদ পারাপারের জন্য আন্ডারপাস নির্মাণের অনুরোধ জানান।• শ্রী অসিত কুমার মাল: মা তারা এক্সপ্রেস, শহীদ এক্সপ্রেস ও গণদেবতা এক্সপ্রেসে অতিরিক্ত এসি চেয়ার কার যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং রামপুরহাটে শতাব্দী এক্সপ্রেসের থামা ও বর্ধমান-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন পুনরায় চালুর অনুরোধ জানান।• শ্রী নলিন সরেন: দুমকা-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন ও দুমকা-কোলকাতা রুটে আরও ট্রেন চালানোর দাবি জানান।• শ্রীমতী প্রতিমা মণ্ডল: দক্ষিণ বারাসাত ও জয়নগর মাঝিলপুরের মাঝে গেট নং ১৩-এ রোড ওভার ব্রিজ নির্মাণ এবং মাতলা হল্টে আরও লোকাল ট্রেন থামানোর অনুরোধ জানান।• শ্রীমতী সায়নী ঘোষ: যাদবপুর স্টেশনের আধুনিকীকরণ ও আন্ডারপাস নির্মাণ এবং চম্পাহাটির নিকটে গেট নং ১৩/বি/টি-তে রোড ওভার ব্রিজ নির্মাণের প্রস্তাব দেন।• শ্রীমতী মহুয়া মৈত্র: কৃষ্ণনগর স্টেশনের কাছে বেলডাঙ্গা মোড়ে রোড ওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।• শ্রী বাপি হালদার: নিসচিন্তপুর মার্কেট হল্ট স্টেশনে প্ল্যাটফর্ম উচ্চতা বৃদ্ধি ও শিয়ালদহ-মথুরাপুর রুটে নতুন ইএমইউ লোকাল ট্রেন চালুর অনুরোধ জানান।• ডঃ শর্মিলা সরকার: কাটোয়া-বর্ধমান রুটে আরও দুটি জোড়া ট্রেন চালু এবং কাটোয়ায় রোড ওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।• শ্রী পার্থ ভৌমিক: ইছাপুর স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার ও ব্যারাকপুর স্টেশনে প্ল্যাটফর্ম ১ ও ৪ এর মাঝে ফুট ওভার ব্রিজ নির্মাণের অনুরোধ করেন।• শ্রী নদিমুল হক: রেল পরিষেবার সামগ্রিক মানোন্নয়নের ওপর জোর দেন।
প্রতিনিধিদের মাধ্যমে উপস্থিত অন্যান্য সাংসদগণও তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার স্টেশনগুলিতে যাত্রীসুবিধা উন্নয়ন ও পরিকাঠামো উন্নয়নের দাবি পুনর্ব্যক্ত করেন।বৈঠকে জেনারেল ম্যানেজার পূর্ব রেল শ্রী মিলিন্দ দেওউস্কর জানান যে, যাত্রীসুবিধা বৃদ্ধির কাজে অগ্রগতি চলমান এবং নিয়মিত অর্থবরাদ্দের মাধ্যমে কাজ সম্পন্ন হচ্ছে। তিনি আশ্বস্ত করেন যে, সভায় উত্থাপিত বিষয়গুলির সম্ভাব্যতা যাচাই করে যথাযথ কর্তৃপক্ষ/রেলবোর্ডের অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হবে।এই বিভাগীয় কমিটি বৈঠক পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ ও মাননীয় সাংসদদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যার মাধ্যমে যাত্রী স্বার্থ ও ভ্রমণ অভিজ্ঞতা উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেওয়া সম্ভব।