TRENDING:

East Medinipur News: 'খেলো ইন্ডিয়া' জুডো প্রতিযোগিতায় সোনা জয় রামনগরের মেয়ের

Last Updated:

বর্তমান সময়ে গ্রামের মেয়েরাও বিভিন্ন খেলাধূলায় চমকে দেওয়ার মত পারফরম্যান্স তুলে ধরছে। তারই নিদর্শন রাখল 'খেলো ইন্ডিয়া' ও সাব জুনিয়র জুডো প্রতিযোগিতায় রামনগরের মেয়ে সুমি সার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রামনগর: রামনগরের দশম শ্রেণীর পড়ুয়া জুডো প্রতিযোগিতায় সোনার মেডেল পেয়ে তাক লাগাল সকলকে। বর্তমান সময়ে গ্রামের মেয়েরাও বিভিন্ন খেলাধূলায় চমকে দেওয়ার মত পারফরম্যান্স তুলে ধরছে। তারই নিদর্শন রাখল ‘খেলো ইন্ডিয়া’ ও সাব জুনিয়র জুডো প্রতিযোগিতায় রামনগরের মেয়ে সুমি সার। সুমি সার -এর সোনা প্রাপ্তির পাশাপাশি রামনগর থানার অন্তর্গত অনামিকা ঐন্দ্রিলা সৌম্যদীপ এবং নন্দিনীরাও ব্যক্তিগত বিভাগে উল্লেখযোগ্য পারফরমেন্স রাখল।
advertisement

এ যেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনী। রামনগর থেকে রাজ্য জয়ের কাহিনী। রামনগর গার্লস এর দশম শ্রেণীর ছাত্রীর এই সাফল্যে খুশি রামনগরবাসী সহ জেলাবাসী।রাজ্য স্তরে ২০২৩-২৪ বর্ষে ‘খেলো ইন্ডিয়া’ এবং সাব জুনিয়ার জুডো মহিলা ও পুরুষ বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনা আগরপাড়া মহাজাতি বিদ্যালয়ে। সেখানে প্রায় ২২ টি জেলার ১০০ প্রতিনিধি উপস্থিত ছিল। এই প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বেশ কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করে। যার মধ্যে ছিল সুমি অনামিকা ঐন্দ্রিলা ও সৌম্যদীপরা। প্রত্যেকেই এখন জেলার গর্ব।

advertisement

আরও পড়ুন: বাহারি বৈদ্যুতিন আলোর বদলে মাটির প্রদীপে ঝোঁক বাঙালির

রামনগরের বাসিন্দা সুমি সার ৭০ কেজির নিচে ‘খেলো ইন্ডিয়া’ জুডো প্রতিযোগিতায় সোনা জিতে জেলার সোনার মেয়ে হিসেবে খ্যাতি লাভ করেছে এবং সেই সঙ্গে জাতীয় স্তরে খেলার কৃতিত্ব অর্জন করেছে। অপরদিকে অনামিকা ‘খেলো ইন্ডিয়া’ জুডো প্রতিযোগিতায় রূপো জয় লাভ করে। রামনগরের বাসিন্দা বিশ্বজিৎ আচার্যের মেয়ে ঐন্দ্রিলা খেলো ইন্ডিয়ায় সিনিয়ার ক্যাটাগরি ৬৩ কেজি বিভাগে রূপো এবং সাব জুনিয়র জুডো প্রতিযোগিতায় ৫৭ কেজি বিভাগে রূপো জয় লাভ করেছে। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানার অন্তর্গত পদিমা গ্রামের বাসিন্দা সৌম্যদীপ জানা ৫০ কেজি বিভাগে রূপো জয়লাভ করেছে। অপরদিকে নন্দিনী সাউ ৫২ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয়লাভ করে। যা নিয়ে কার্যত খুশি রামনগর জুডো ক্লাবের প্রশিক্ষক অজয় নন্দী।

advertisement

View More

আরও পড়ুন: বাড়ির সামনের ছোট্ট জলাশয় বা চৌবাচ্চা ভাগ্য বদলে দিতে পারে, হাতে আসবে অনেক টাকা

রামনগরের সোনার মেয়ের সাফল্যে খুশি তার পরিবার। সেই সঙ্গে এদেরকে নিয়ে ইতিমধ্যে গর্ব করতেন শুরু করেছেন রামনগরের বাসিন্দারা। জেলার মুখ উজ্জ্বল করায় কার্যত খুশি জেলাবাসীও। মেয়ে যুব প্রতিযোগিতা স্বর্ণপদক লাভ করায় গর্বিত সুমি সারের মা। তিনি বললেন, ‘মেয়েকে তাঁরা সব সময় সাপোর্ট করেন। মেয়ে তার নিজের স্বপ্ন ছুঁতে পেরেছে এটাই তাদের কাছে বড় পাওয়া। রামনগরের সুমির সাফল্যে খুশি মন্ত্রী থেকে ব্লকের প্রতিনিধিরাও। রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যর শুভেচ্ছা জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: 'খেলো ইন্ডিয়া' জুডো প্রতিযোগিতায় সোনা জয় রামনগরের মেয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল