গৌতমের বাবা সুবলচন্দ্র বেরা রামনগর থানায় অভিযোগ দায়ের করেন বউমার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রামনগর থানার পুলিশ। প্রথমেই গ্রেফতার করা হয় গৃহবধূ আরণ্য বেরাকে। সাতদিন তাকে পুলিশ হেফাজতে রেখে জেরা করা হয়। অবশেষে সামনে আসে খুনের সঙ্গে জড়িত প্রেমিকের নাম। ঘটনার পর থেকেই দিঘায় গা ঢাকা দিয়েছিল আরণ্যর প্রেমিক অমলেন্দু প্রধান। সুইচড অফ রেখেছিল মোবাইল ফোনও। রবিবার সকালে এগরা থেকে প্রেমিক অমলেন্দুকে গ্রেফতার করে কাঁথি মহকুমার আদালতে পেশ করা হয়।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 4:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur:বউমার কীর্তি ধরে ফেলল শ্বশুর, প্রেমিকের সঙ্গে মিলে যা করল স্ত্রী, হাড়হিম ঘটনায় গায়ে কাঁটা দেবে