TRENDING:

East Medinipur:বউমার কীর্তি ধরে ফেলল শ্বশুর, প্রেমিকের সঙ্গে মিলে যা করল স্ত্রী, হাড়হিম ঘটনায় গায়ে কাঁটা দেবে

Last Updated:

রামনগরে হাড়হিম করা ঘটনা! প্রাক্তন প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন। পুলিশের জালে গৃহবধূ ও তার প্রাক্তন প্রেমিক। ঘটনাটি ঘটেছে গত ৩০ অগাস্ট, পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার চন্দনপুরের পাটনা এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রামনগর,পূর্ব মেদিনীপুর: রামনগরে হাড়হিম করা ঘটনা! প্রাক্তন প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন। পুলিশের জালে গৃহবধূ ও তার প্রাক্তন প্রেমিক। ঘটনাটি ঘটেছে গত ৩০ অগাস্ট, পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার চন্দনপুরের পাটনা এলাকায়। রাতে স্বামী গৌতম বেরাকে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে স্ত্রী আরণ্য বেরা। তার পর প্রেমিক অমলেন্দু প্রধানের সঙ্গে মিলে গৌতমকে শ্বাসরোধ করে খুন করে আরণ্য।
রামনগরে হাড়হিম করা ঘটনা! প্রাক্তন প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন
রামনগরে হাড়হিম করা ঘটনা! প্রাক্তন প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন
advertisement

গৌতমের বাবা সুবলচন্দ্র বেরা রামনগর থানায় অভিযোগ দায়ের করেন বউমার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রামনগর থানার পুলিশ। প্রথমেই গ্রেফতার করা হয় গৃহবধূ আরণ্য বেরাকে। সাতদিন তাকে পুলিশ হেফাজতে রেখে জেরা করা হয়। অবশেষে সামনে আসে খুনের সঙ্গে জড়িত প্রেমিকের নাম। ঘটনার পর থেকেই দিঘায় গা ঢাকা দিয়েছিল আরণ্যর প্রেমিক অমলেন্দু প্রধান। সুইচড অফ রেখেছিল মোবাইল ফোনও। রবিবার সকালে এগরা থেকে প্রেমিক অমলেন্দুকে গ্রেফতার করে কাঁথি মহকুমার আদালতে পেশ করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur:বউমার কীর্তি ধরে ফেলল শ্বশুর, প্রেমিকের সঙ্গে মিলে যা করল স্ত্রী, হাড়হিম ঘটনায় গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল