Tourist Spot : শহরের ভিড়, কোলাহল পেরিয়ে একটা দিন শান্তির খোঁজ! গঙ্গার তীরে অসাধারণ সুন্দর জায়গা, একদিনের ঘোরার জায়গা
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Weekend Destination- এক নতুন রূপ পেতে চলেছে শান্তিপুরের গঙ্গার তীর। ভিড় আর কোলাহল বাড়তে থাকা শহরে এক টুকরো শান্তির খোঁজ। মানুষকে একটু স্বস্তি দিতে পুরসভার উদ্যোগে তৈরি হতে চলেছে ইকোপার্কের সৌন্দর্যায়ন।
advertisement
1/6

এক নতুন রূপ পেতে চলেছে শান্তিপুরের গঙ্গার তীর। ভিড় আর কোলাহল বাড়তে থাকা শহরে এক টুকরো শান্তির খোঁজ। মানুষকে একটু স্বস্তি দিতে পুরসভার উদ্যোগে তৈরি হতে চলেছে ইকোপার্কের সৌন্দর্যায়ন। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
শহরের ১৬ নম্বর ওয়ার্ডে প্রায় আট কাঠা জমির উপরে এই পার্ক গড়ে উঠছে। পার্কের কাজ প্রায় শেষ পর্যায়ে। পুরসভার আশা, সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই নবনির্মিত পার্কটির উদ্বোধন হবে।
advertisement
3/6
অম্রুত প্রকল্পে প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে শিশুউদ্যান সহ ইকোপার্কটি তৈরি হচ্ছে। শহরের পানীয় জলপ্রকল্পের ইনটেক কেন্দ্রের পাশেই এই ‘নতুন আকর্ষণ’ সেজে উঠছে। সেখানে শিশুরা খেলাধুলো করতে পারবে। তাদের উপযোগী বিভিন্ন খেলার সরঞ্জাম থাকবে। পাশাপাশি বয়স্কদের জন্য থাকবে বসার বেঞ্চ এবং প্রাতঃভ্রমণের জায়গা।
advertisement
4/6
শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, যত দিন যাচ্ছে শহর ততই ঘিঞ্জি হয়ে উঠছে। তাই গঙ্গার ধারে এমন একটি জায়গার প্রয়োজন ছিল, যেখানে মানুষ প্রাণভরে একটু মুক্ত বাতাস নিতে পারবে। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে পারবে।
advertisement
5/6
মূলত শিশুউদ্যানের পরিকল্পনা হলেও এটিকে ছোটখাটো ইকোপার্ক হিসেবে সাজানো হচ্ছে। এখানে সব বয়সের মানুষই আসতে পারবে। কাজ প্রায় শেষের দিকে। সবকিছু ঠিকঠাক চললে পুজোর আগেই পার্কটি চালু করে দেওয়া যাবে।
advertisement
6/6
প্রসঙ্গত, শান্তিপুর পুরসভা গঙ্গার তীরবর্তী অঞ্চলগুলিকে ঘিরে একাধিক সৌন্দর্যায়ন প্রকল্প হাতে নিয়েছে। এই পার্ক ছাড়াও এর আগে রাজ্যের বরাদ্দ টাকায় গুপ্তিপাড়া ঘাট সাজিয়ে তোলা হয়েছে। এবার পর্যটকদের সুবিধার জন্য গঙ্গার ধারে তৈরি হচ্ছে ঝকঝকে যাত্রী নিবাসও।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tourist Spot : শহরের ভিড়, কোলাহল পেরিয়ে একটা দিন শান্তির খোঁজ! গঙ্গার তীরে অসাধারণ সুন্দর জায়গা, একদিনের ঘোরার জায়গা