বর্তমান সময়ে খেলাধুলার মধ্যে ক্রিকেট ও ফুটবলের পরিসর থাকলেও কিন্তু ভলিবল, হ্যান্ডবল সহ অন্যান্য ধরনের খেলাধুলা পরিসর কমে এসেছে। এই ধরনের খেলাধূলাকে প্রমোট করছে বর্তমান কেন্দ্র ও রাজ্য উভয় সরকার। শুধু ক্রিকেট বা ফুটবল নয় অন্যান্য খেলাধূলাতে ভারতবর্ষ জুড়ে ছাপ ফেলছে বিভিন্ন প্রতিভা। খেলাধূলার মধ্য দিয়ে বর্তমান প্রজন্মের চারিত্রিক ও মানসিক বিকাশে বিশেষ ভূমিকায় তমলুক ব্লক প্রশাসন। তমলুক ব্লক প্রশাসনের উদ্যোগে গড়ে উঠেছে ইনডোর ব্যাডমিন্টন কোর্ট। যেখানে দুটি পাশাপাশি কোর্ট তৈরি করা হয়েছে।
advertisement
তমলুক ব্লক প্রশাসনিক অফিস চত্বরেই ইনডোর ব্যাডমিন্টন কোর্ট গড়ে তোলা হয়েছে প্রশাসনের উদ্যোগে। এ বিষয়ে তমলুক ব্লকের ভিডিও ওয়াসিম রেজা জানান,’বর্তমান সময়ে ৮ থেকে ৮০, সব বয়সের মানুষেরা মুঠোফোনে বন্দি। মোবাইল নিয়েই ব্যস্ত সবাই। তাদেরকে যদি আমরা খেলাধূলার মধ্যে ব্যস্ত রাখতে পারি তাদের শরীরচর্চার যেমন হবে, ঠিক তেমনই সুস্থ মানসিকতাও তৈরি হবে। যা বর্তমান দিনে অত্যন্ত জরুরি। আগামী দিনে তমলুক ব্লকের স্কুল ছাত্র ছাত্রীদের জন্য বিনামূল্যে ব্যাডমিন্টন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। স্কুল ভিত্তিক টুর্নামেন্ট ও আয়োজন করার চিন্তা ভাবনা রয়েছে।’
আরও পড়ুনঃ IND vs ENG: আর কত সুযোগ পাবে করুন নায়ার? এবার কি ৪ বছরের অপেক্ষায় অবসান হবে তারকা ব্যাটারের?
তমলুক ব্লকের এই ইনডোর ব্যাডমিন্টন কোর্টের পাশাপাশি একটি অজয় মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তাঁরই নামাঙ্কিত সংস্কৃতি মঞ্চ গড়ে তোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এলাকার খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এই ইনডোর ব্যাডমিন্টন কোর্ট ও মঞ্চ আগামী দিনে বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে মনে করছে প্রশাসন। আগামী দিনে প্রত্যন্ত গ্রাম থেকেই উঠে আসবে সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধুর মত ব্যাডমিন্টন তারকারা।
সৈকত শী