মণ্ডপের প্রতিটি অংশেই থাকবে সূক্ষ্ম কারুকার্য, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে। দীর্ঘ ১৫ বছর ধরে বাগদেবীর আরাধনায় থিমের মণ্ডপ করে জেলার মানুষের মন জয় করে আসছে পঁচেট আরিয়ান ক্লাব। প্রতিবছরই নতুন ভাবনায় চমক দেয় এই ক্লাব। কখনও পরিবেশ সচেতনতা, কখনও গ্রামীণ শিল্প, আবার কখনও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে মণ্ডপের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় এবছর বেছে নেওয়া হয়েছে পিতলের থিম।
advertisement
আরও পড়ুনঃ নতুন বছরে পুরুলিয়ায় পর্যটকদের ঢল! নৌকা ভ্রমণেই প্রকৃতির আসল রূপ দর্শন, মাঝিদের পোয়া বারো
উদ্যোক্তাদের দাবি, জেলার মধ্যে এই ধরনের মণ্ডপ এই প্রথম। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে দর্শনার্থীদের কৌতূহল। পঁচেটগড়ের ঐতিহাসিক মাঠে এই পুজোর আয়োজন করা হয়। পুজোর ক’দিন এই মাঠে তিল ধারণের জায়গা থাকে না। রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। এখন থেকেই জোরকদমে চলছে প্রস্তুতি।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে আগামী ২২ জানুয়ারি থেকে। শুধুমাত্র মণ্ডপ নয়, মণ্ডপের সঙ্গে মানানসই অনন্য সুন্দরী প্রতিমাও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। প্রতিমা নির্মাণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিমার সাজ, অলঙ্কার ও অভিব্যক্তিতে থাকবে শৈল্পিক ছোঁয়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু পুজোতেই সীমাবদ্ধ নয় পঁচেট আরিয়ান ক্লাবের উদ্যোগ। পুজোর পাশাপাশি প্রতিদিন রাতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেবেন নামিদামি শিল্পীরা। গান, নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মাতবে পুজো প্রাঙ্গণ। পাশাপাশি রয়েছে একাধিক সামাজিক কর্মসূচিও। রক্তদান শিবির, দুঃস্থদের সাহায্য, ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণের মতো কর্মসূচির আয়োজন করা হবে। সব মিলিয়ে এবছর বাগ দেবীর আরাধনায় জেলার নজর কাড়তে চলেছে পঁচেট আরিয়ান ক্লাবের এই ব্যতিক্রমী মণ্ডপ।





