জানা যাচ্ছে, মাছটির দৈর্ঘ্য প্রায় ২০ফিট। সমুদ্রের মাঝখানে জেলেদের জালে বিশাল মাছটি ধরা পড়েছিল। এখন তাকেই তালাসারির মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসা হবে। সমুদ্র সৈকতে বিভিন্ন সময়ে ডলফিন, ইয়েলো বেলিড ও সামুদ্রিক কচ্ছপ-সহ নানা ধরনের প্রাণী ভেসে এসেছে। জোয়ারের সময় নিউ দিঘা দিক থেকে ওল্ড দিঘার ঘাটেও ভেসে আসে অদ্ভুত সব প্রাণী। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা কিংবা সমুদ্র সৈকত তাজপুর রাজ্যে তথা দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চলতি পর্যটন মরশুমে প্রতিদিনই পর্যটকের ভিড়। কিন্তু এদিন দিঘায় পর্যটক এরা সমুদ্র স্নানের সময়ে হঠাতেই এই প্রাণী ভেসে আসায় অনেকেই সমুদ্র সৈকত ছাড়ে।
advertisement
কিছুদিন আগে দিঘা সমুদ্র সৈকতে একটি ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে আসে। তবে তা জীবিত নয় মৃত। এমনকি দেহে পচন ধরে যায়। পচন ধরে যাওয়া ডলফিনের তীব্র গন্ধে সমুদ্র সৈকত ছেড়ে পালায় পর্যটকেরা। পরে দিঘার গ্রিন টিম ও বনদফতরের কর্মীরা এসে মৃত পচে যাওয়া ডলফিনটিকে উদ্ধার করে। শীত পড়তেই শুরু হয়ে গিয়েছে ছুটির মরসুম। সুযোগ পেলেই বেড়াতে যাচ্ছেন মানুষ। মোট কথা সমুদ্রসৈকতে পর্যটকের ভিড় সবসময়েই থাকছে দেখার মতো। এদিন ৩০ কুইন্টালেরও বেশি ওজনের হাঙরকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
