সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতি বছর দুর্গাপুজোর বাজেট বাড়ছে। বর্তমানে দুর্গাপুজো শুধু ৪ দিনের পুজো নয়, সারা বছর ধরে নানা ধরণের প্রস্তুতি নেন পুজো উদ্যোক্তারা। থিম পুজো যেমন মানুষকে আনন্দ দেয়। তেমনই থিম প্যান্ডেলের মাধ্যমে বিভিন্ন বিষয়ও উত্থাপন করা হয়। সুসজ্জিত এই মণ্ডপ, প্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা পুজো মণ্ডপে ভিড় করেন। এবার যেমন পাঁশকুড়ার মেচগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী বৃন্দ পরিচালিত দুর্গোৎসব কমিটির থিম ‘বোঝা’। সেখানে মানুষের মানসিক চাপের অবস্থা তুলে ধরার পাশাপাশি সমাজ তথা পরিবেশে সবকিছু প্রয়োজন, কোনও কিছু বোঝা নয়, সেই বার্তাও দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মোবাইলেই মুশকিল আসান! এক ক্লিকে পুজোর গাইড ম্যাপ থেকে হেল্পলাইন নম্বর, রাজ্য পুলিশের নয়া অ্যাপ লঞ্চ
এই দুর্গোৎসব কমিটির সম্পাদক জানিয়েছেন, ‘বোঝা থিমের মাধ্যমে সমাজ-পরিবেশের নানা দিকের পাশাপাশি মানুষের মানসিক বোঝার দিকটিও প্রস্ফুটিত করা হয়েছে। মণ্ডপে বিভিন্ন মডেল ও চিত্রকল্পের মাধ্যমে সেই ভাবনা তুলে ধরা হয়েছে। এই দুর্গাপুজো মণ্ডপে সাধারণ মানুষ প্রবেশ করলে মানসিক তৃপ্তি পাবেন। এবার পুজোর বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা। পুজোর পাশাপাশি একাধিক সমাজ সেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছেন।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাঁশকুড়ার মেচগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী বৃন্দ পরিচালিত দুর্গোৎসব পাঁশকুড়া তথা জেলার অন্যতম বিগ বাজেটের পুজো। প্রতিবছর অভিনব থিমে তাঁরা সাধারণ মানুষকে আকর্ষিত করেছে। এবার তাঁদের থিম ‘বোঝা’। পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে মনের যাবতীয় বোঝা হালকা করতে এই পুজো মণ্ডপে চলে আসতে পারেন। পুজো উদ্যোক্তাদের কথায়, এই পুজো মণ্ডপ দর্শন করে মনের শান্তি মিলবে।