নদীর দু-দিকেই রয়েছে খেয়া ঘাট। একদিকে নন্দীগ্রামের তেরপেখ্যা। অন্য পাড়ে মহিষাদল তেরপেখ্যা। দুই খেয়া ঘাট পেরিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করেন। উত্তরে মহিষাদলের তেরপেখ্যা হয়ে হলদিয়া তমলুক মহিষাদল যাওয়া আসা করেন মানুষজন। নদীর দক্ষিণ পাড় হয়ে নন্দীগ্রামের সব জায়গায় যাওয়া আসা করা যায়। প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন এই নদীপথে। কিন্তু সেই গুরুত্বপূর্ণ নদীপথের মহিষাদলের তেরপেখ্যায় কোন কংক্রিটের জেটি ঘাট নেই।
advertisement
আরও পড়ুনঃ মৎস্যজীবীদের নৌকায় ঝাঁপিয়ে পড়ল শিকারি বাঘ! মুখে করে সুন্দরবনের গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল দক্ষিণরায়
দিনের বেশিরভাগ নৌকা ধরতে এক হাঁটু কাদায় নেমে জুতো হাতে করে নৌকায় উঠতে হয়। কখনও কখনও নৌকা থেকে নামার সময় বাইক নিয়ে উলটে জলে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটে। শিশু থেকে বয়স্ক মানুষজনও কাদার উপর পড়ে যান। ভাটার সময় নদীর মাঝ পর্যন্ত যাত্রীরা কাদার উপর হেঁটে নৌকা ধরতে বাধ্য হন। বছরের পর বছর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে খেয়া ঘাট লিজে দেওয়া হয়। গত কয়েক মাসে ঘাটের ভাড়া বৃদ্ধি করাও হয়েছে।
আরও পড়ুনঃ বারুইপুরে ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য, ১২০ ঘণ্টার মধ্যে পুলিশের জালে ২, উদ্ধার ১০ লক্ষ
কিন্তু যাত্রী সুরক্ষা নিয়ে কোন মাথাব্যথা নেই বলে অভিযোগ স্থানীয়দের। যাত্রীদের দাবি অবিলম্বে ব্রিজ তৈরি হোক এবং উত্তর পাড়ে কংক্রিটের ঘাট তৈরি করে সমস্যার স্থায়ী সমাধান করা হোক। এলাকাবাসীদের দাবি মেনে সমস্যা মেটাতে উদ্যোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।