সূত্রের খবর, এলাকার ভেড়িতে দিনের পর দিন মাছ চুরি হয়ে যায়। সেই কারণে ভেড়ির মালিকরা ভেড়ির চারপাশে জিআই তার দিয়ে ইলেকট্রিক সংযোগ করে রাখেন। এই পরিস্থিতিতে গতকাল রাতে মাছ চুরি করতে গিয়ে হয় বিপত্তি। শক লেগে মৃত্যু হয় গৌরের।
আরও পড়ুনঃ ৭৮ বছরের যন্ত্রণার অবসান! পথশ্রী প্রকল্পে ‘এই’ এলাকায় রাস্তা তৈরি করে দিল রাজ্য, আর হবে না অসুবিধা
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, রাতে ওই ব্যক্তি এলাকায় মাছের ভেড়িতে প্রায় জাল নিয়ে মাছ চুরি করতেন। গতকাল রাতেও তিনি মাছ চুরি করতে যান। তখনই ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করেছে এগরা থানার পুলিশ। ভেড়ি থেকে মৃতদেহ উদ্ধারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয়দের দাবি, গৌর বেরা নামের ওই ব্যক্তি রাতের বেলা প্রায়ই মাছের ভেড়িতে জাল নিয়ে মাছ চুরি করতেন। গতকাল রাতেও একই জিনিস করতে গিয়ে বিপত্তি বাঁধে বলে খবর। শক লেগে প্রাণ হারান ওই প্রৌঢ়।