৭৮ বছরের যন্ত্রণার অবসান! পথশ্রী প্রকল্পে 'এই' এলাকায় রাস্তা তৈরি করে দিল রাজ্য, আর হবে না অসুবিধা

Last Updated:

স্বাধীনতার পর প্রায় ৭৮ বছর 'পথ যন্ত্রণা'য় কষ্ট পেয়েছে তোড়ল পাড়া, দরগা পাড়া এলাকার বাসিন্দারা

পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণ
পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণ
জলপাইগুড়ি, শান্তনু করঃ স্বাধীনতার পর কেটে গিয়েছে সাড়ে সাত দশকের অধিক সময়। তবে বদলায়নি রাস্তার ছবি। পথ বলতে ছিল গর্তে ভরা মাটির রাস্তা। চলতে-ফিরতে হোঁচট খেতে হত বাসিন্দাদের। বর্ষা এলে পরিস্থিতি আরও খারাপ হত। তবে স্বাধীনতার ৭৯ বছরে এসে বদলে গেল সেই পথের ছবি। পথশ্রী প্রকল্পে প্রায় ৮৪ লক্ষ টাকা খরচ করে জলপাইগুড়ির মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের তোড়ল পাড়া পিডব্লুডি রোড থেকে মন্ডলঘাট মিলিটারি রোড পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা তৈরি করে দিল রাজ্য সরকার।
স্বাধীনতার পর ৭৮ বছর ‘পথ যন্ত্রণা’য় কষ্ট পেয়েছেন তোড়ল পাড়া, দরগা পাড়া এলাকার বাসিন্দারা। গর্তে ভরা মাটির রাস্তা, বর্ষা এলে দুর্বিষহ হত পরিস্থিতি। দুর্ঘটনা এড়াতে স্কুলের শিশুদের এই পথ না পেরনোর পরামর্শ দিতেন অবিভাবকেরা। রাতে এই পথে যাতাযাতে বারণ ছিল বয়স্কদের। বিপদে পড়লে রাস্তার কারণে গ্রামে ঢুকতে পারত না দমকল, অ্যাম্বুলেন্স। স্বাধীনতা পরবর্তী ৭৮ বছর এমনই ছিল ছবি। তবে ৭৯ বছরে এসে বদলে গেল সেই দৃশ্য।
advertisement
আরও পড়ুনঃ বাড়িতে লুকিয়ে রেখেছিলেন দেহ, রাতের অন্ধকারে…! কুলতলিতে হাড়হিম করা ঘটনা, গ্রেফতার প্রতিবেশী
পথশ্রী প্রকল্পে তোড়ল পাড়া পিডব্লুডি রোড থেকে মন্ডলঘাট মিলিটারি রোড পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা তৈরি করে দিল রাজ্য সরকার। খরচ হয়েছে প্রায় ৮৪ লক্ষ টাকা। এতে সড়ক যন্ত্রণা নিরসন হওয়ায় এই পথই কার্যত হয়ে উঠেছে এলাকার পরিচয়।
advertisement
advertisement
আশেপাশের গ্রামের মানুষ যারা ভাঙা রাস্তার কারণে এই পথ পেরোতেন না, ঘুরপথে যাতায়াত করতেন, আজ তাঁরাও এই রাস্তা ব্যবহার করছেন। এত বছরের যন্ত্রণা দূর হওয়ায় খুশি জলপাইগুড়ি সদর ব্লকের তোড়ল পাড়া, দরগা পাড়ার বাসিন্দারা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
৭৮ বছরের যন্ত্রণার অবসান! পথশ্রী প্রকল্পে 'এই' এলাকায় রাস্তা তৈরি করে দিল রাজ্য, আর হবে না অসুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement