এ বছর ১৬-তম বর্ষে পদার্পণ করল রামনগর আনন্দমঠের দুর্গোৎসব। বছর বছর নানা নতুনত্বের মধ্য দিয়ে দর্শনার্থীদের নজর কেড়েছে এই পুজো। এবারও তার ব্যতিক্রম নয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এবারের থিম একেবারে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যকে কেন্দ্র করে। আর মন্দিরের শৈলীতেই গড়ে উঠবে প্রতিমার মণ্ডপ।
advertisement
শুধু বাহ্যিক রূপেই নয়, মণ্ডপের ভিতরেও মিলবে দক্ষিণ ভারতীয় ছোঁয়া। ভাস্কর্য, চিত্রকলা এবং আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হবে দক্ষিণের দেবালয়ের আবহ। দর্শনার্থীরা যেন কিছুক্ষণের জন্য ভেসে যাবেন মাইলের পর মাইল দূরের এক ভিন্ন সংস্কৃতির আবেশে।
পুজো শুরু হবে মহালয়ার দিন থেকেই। অর্থাৎ দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গেই দর্শনার্থীদের জন্য খুলে যাবে এই অনন্য থিমের দ্বার। পুজোর দিনগুলোতে রামনগর আনন্দমঠে ভিড় জমবে আশেপাশের গ্রাম থেকে শুরু করে দূরদূরান্তের দর্শনার্থীদের। অনেকে বলছেন, দিঘা যাওয়ার পথে এই পুজোতে ঢুঁ মেরে নেওয়া হবে এ বছর ভ্রমণের বাড়তি আনন্দ।
পূর্ব মেদিনীপুরের রামনগর আনন্দমঠের এই থিম পুজো প্রমাণ করছে, শিল্প-সৃজনশীলতায় বাংলার দুর্গাপুজোর জুড়ি মেলা ভার। দক্ষিণ ভারতের মন্দিরের মহিমা ও সৌন্দর্য এবার চোখের সামনে উপভোগ করতে পারবেন দিঘা-পথের যাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষজনও। তাই এবারের দুর্গাপুজোয় যদি পরিকল্পনা থাকে দিঘা ভ্রমণের, তবে অবশ্যই তালিকায় রাখুন রামনগর আনন্দমঠ। কারণ, এখানে মিলবে উৎসবের আনন্দ আর দক্ষিণ ভারতের অনুভূতি।