TRENDING:

Netaji Subhas Chandra Bose: তাম্রলিপ্ত পৌরসভায় সযত্নে রাখা ৮৮ বছরের পুরনো চেয়ার! কারণ নেতাজি, ২৩ জানুয়ারির আগে জানুন অজানা সেই ইতিহাস

Last Updated:

East Medinipur News Netaji Subhas Chandra Bose: প্রতিবছর ২৩ জানুয়ারি এলেই ভারতবাসীরা আবেগে উদ্বেলিত হয়। ২০২৬ সালের ২৩ জানুয়ারি নেতাজির ১৩০ তম জন্মদিন। নেতাজির স্মৃতি হিসাবে তাম্রলিপ্ত পৌরসভায় বর্তমানেও সযত্নে তোলা রয়েছে নেতাজির ব্যবহৃত চেয়ার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুকেই রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ব্যবহৃত চেয়ার। প্রতিবছর তাঁর জন্মদিন পালনে তাঁর ছবি রাখা হয় ওই চেয়ারে। বাংলা তথা ভারতবাসীর প্রিয় নায়ক যদি কেউ থাকেন তাহলে তিনি হলেন নেতাজি সুভাষ চন্দ্রের বসু। নেতাজি নাম আলাদা আবেগ সৃষ্টি করে ভারতবাসীর মনে। প্রতিবছর ২৩ জানুয়ারি এলেই ভারতবাসীরা আবেগে উদ্বেলিত হয়। ২০২৬ সালের ২৩ জানুয়ারি নেতাজির ১৩০ তম জন্মদিন। নেতাজির স্মৃতি হিসাবে তাম্রলিপ্ত পৌরসভায় বর্তমানেও সযত্নে তোলা রয়েছে নেতাজির ব্যবহৃত চেয়ার।
advertisement

১৯৩৮ এর ১১ এপ্রিল কলকাতা থেকে ট্রেন পথে পাঁশকুড়ায় এসে নামেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেখান থেকে তিনি গাড়িতে করে তমলুক শহরে পৌঁছন। তমলুকে তিনি রাজবাড়ির অন্তরে খোসরঙের মাঠে স্বদেশী কংগ্রেস নেতা-কর্মীদের সমর্থনে সভা করেন। প্রাথমিক পর্যায়ে তমলুকের রাখাল গ্রাউন্ডে সভা হওয়ার কথা ছিল। কিন্তু ব্রিটিশ পুলিশ তমলুকে নেতাজির সভা বানচাল করার জন্য মাঠের মালিককে ভয় দেখায়। ব্রিটিশ পুলিশের অত্যাচারের ভয়ে নেতাজির সভা করার জন্য মাঠের অনুমতি দেওয়ার পরও পিছু হটেন মাঠের মালিক। তমলুকের কংগ্রেস নেতারা শরণাপন্ন হয় রাজা সুরেন্দ্র নারায়ণ রায়ের। রাজবাড়ির অন্তরে আম বাগান কেটে সভাস্থল তৈরি করা হয়।

advertisement

আরও পড়ুন: জলের সমস্যা মেটাতে বড় পদক্ষেপ দুবরাজপুর পুরসভার! ৩৯ কোটি টাকা ব্যয়ে বসবে নতুন পাইপলাইন, অজয় থেকে আসবে জল

এ বিষয়ে আঞ্চলিক ইতিহাসবিদ জয়দেব মালাকার জানান, “কংগ্রেসের সভাপতি হওয়ার পর বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় সভা করার উদ্দেশ্যে বের হন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি ১৯৩৮ সালের ১১ এপ্রিল পূর্ব মেদিনীপুরের তমলুকে এসেছিলেন। ট্রেনে করে পাঁশকুড়া স্টেশনে নামার পর পরিবহন ব্যবসায়ী বিমল চক্রবর্তী গাড়িতে করে তমলুকে পৌঁছন। তাম্রলিপ্ত রাজবাড়ির খোস রঙের মাঠে সভা করেন। বিকেলে তাম্রলিপ্ত শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। যেমন বর্গভীমা মন্দির, রামকৃষ্ণ মিশন, তাম্রলিপ্ত পৌরসভা। তিনি পৌরসভায় চেয়ারম্যানের আসনে বসেন। পৌরসভার কাজকর্ম বিষয়ে খোঁজখবর নেন। পৌরসভায় তিনি যে চেয়ারটিতে বসেছিলেন সেটি আজও গচ্ছিত রয়েছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জয়দেব মেলার আগে প্রশাসনের বিরাট চমক! চালু হল 'প্রয়াস', ঝামেলা ছাড়াই হবে স্টল বুকিং
আরও দেখুন

তাম্রলিপ্ত পৌরসভায় এসে নেতাজি পৌরসভার প্রশাসকের চেয়ারে বসেন। কিছুক্ষণ তৎকালীন পৌরসভা পরিচালন কমিটির সঙ্গে কথা বলেন তিনি। পৌরসভায় নেতাজি যে চেয়ারটিতে বসেছিলেন সেই চেয়ারটি সযত্নে তুলে রাখা হয়েছে পৌরসভায়। বর্তমানে পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষদের দেখার সুযোগ করে দিয়েছে। কাঁচের শোকেসের ভেতরে চেয়ারটি রাখা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Netaji Subhas Chandra Bose: তাম্রলিপ্ত পৌরসভায় সযত্নে রাখা ৮৮ বছরের পুরনো চেয়ার! কারণ নেতাজি, ২৩ জানুয়ারির আগে জানুন অজানা সেই ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল