ধৃতের বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শনিবার ফের এগরার এই স্কুল শিক্ষককে আদালতে তোলা হলে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আরও পড়ুনঃ কাজে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন, আর ফেরা হল না বাড়ি! বারাসাতে যুবকের মৃতদেহ উদ্ধার
advertisement
আইন অনুযায়ী, কোনও সরকারি কর্মী গ্রেফতারের পর ৪৮ ঘণ্টার মধ্যে জামিন না পেলে বিভাগীয় দফতর কাজ থেকে সাসপেন্ড করেন। সাসপেন্ড থাকাকালীন তাঁর বেতনের একটা অংশ কেটে নেওয়া হয়। এক্ষেত্রে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতারির পর থেকে ৪৮ ঘণ্টা জেল হেফাজতে রয়েছেন অভিযুক্ত শিক্ষক।
গতকাল ধৃতকে কাঁথি আদালতে তোলা হয়েছিল। বিচারক তাঁকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এদিন ফের তাঁকে আদালতে তোলা হলে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।