তাঁর স্বপ্ন একটাই রং তুলি হাতে ভাল শিল্পী হওয়া, সেই মত পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে শুরু করে মৌমিতা। শুধু কাগজের উপর রঙ বোলানো নয়, তাঁর হাতের তুলি গিয়ে পৌঁছেছে মাটির সরায় বা কখনও পাঞ্জাবি কিংবা বিভিন্ন আসবাবপত্রের উপর। সেই মাটির সরায় বিভিন্ন মানুষের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তুলি ধরা তাঁর নিখুঁত হাতের টানে। তাঁর আঁকা ছবিগুলির মধ্যে যেন প্রাণ রয়েছে। হয়তো হাসিমুখে কিছু বলতে চায় ছবিগুলি, আর এমন কিছু ছবি এঁকে তাক লাগিয়েছে সে।
advertisement
ছোটবেলার এই আঁকার শখ বর্তমানে মৌমিতাকে জীবনে চলার পথে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। মৌমিতা পড়াশোনার ফাঁকে সময় ও সুযোগ পেলেই রং তুলি হাতে একা আপন মনে বসে পড়ে মৌমিতা, ছবি আঁকাই যেন তাঁর গভীর নেশা। তবে এই নেশাকে ভবিষ্যতে পেশা হিসেবেই বেছে নিতে চায় মৌমিতা প্রামাণিক।
মৌমিতার মা প্রতিমা প্রামাণিক ঘরের কাজ সামলান। তিনি বলেন, ‘তিন মেয়ের মধ্যে মেজো মেয়ে ছবি আঁকায় পটু। বিভিন্ন প্রতিযোগিতায় ছবি এঁকে পুরস্কার ঘরে তুলেছে মৌমিতা। আগামিদিনে ও প্রতিষ্ঠিত শিল্পী হয়ে উঠুক, এটাই চাইব।’
সৈকত শী