TRENDING:

East Medinipur News:ছোটো থেকেই নেশা ছবি আঁকার, ছোটবেলার সেই শখই জুগিয়েছে চলার পথে অনুপ্রেরণা

Last Updated:

ছোট থেকেই খাতার উপর পেন্সিল,কলম দিয়ে আঁকিবুকি কাটার অভ্যাস ছিল। বর্তমানে সেই অভ্যাস মৌমিতাকে চিত্রশিল্পী হিসাবে প্রতিষ্ঠা দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া: ছোট থেকেই খাতার উপর পেন্সিল বা কলম দিয়ে আঁকিবুকি কাটার অভ্যাস ছিল। সেই অভ্যাসই তাঁকে চিত্রশিল্পী হিসাবে প্রতিষ্ঠা দিয়েছে। বয়স মাত্র ১৮ বছর, সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পাঁশকুড়ার গোপালনগর এলাকার গুড়চাকলি গ্রামের মেয়ে মৌমিতা প্রামাণিক। ছোটো থেকেই তাঁর নেশা ছিল ছবি আঁকার, তাই ছোট থেকেই কখনও স্লেটে বা খাতায় পেন পেন্সিল দিয়ে আঁকিবুঁকি করত সে, আর সেই ছোট্টবেলার আঁকিবুঁকির হাতে বর্তমানে তুলির টানে ছবি জীবন্ত রূপ পায়।
advertisement

তাঁর স্বপ্ন একটাই রং তুলি হাতে ভাল শিল্পী হওয়া, সেই মত পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে শুরু করে মৌমিতা। শুধু কাগজের উপর রঙ বোলানো নয়, তাঁর হাতের তুলি গিয়ে পৌঁছেছে মাটির সরায় বা কখনও পাঞ্জাবি কিংবা বিভিন্ন আসবাবপত্রের উপর। সেই মাটির সরায় বিভিন্ন মানুষের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তুলি ধরা তাঁর নিখুঁত হাতের টানে। তাঁর আঁকা ছবিগুলির মধ্যে যেন প্রাণ রয়েছে। হয়তো হাসিমুখে কিছু বলতে চায় ছবিগুলি, আর এমন কিছু ছবি এঁকে তাক লাগিয়েছে সে।

advertisement

ছোটবেলার এই আঁকার শখ বর্তমানে মৌমিতাকে জীবনে চলার পথে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। মৌমিতা পড়াশোনার ফাঁকে সময় ও সুযোগ পেলেই রং তুলি হাতে একা আপন মনে বসে পড়ে মৌমিতা, ছবি আঁকাই যেন তাঁর গভীর নেশা। তবে এই নেশাকে ভবিষ্যতে পেশা হিসেবেই বেছে নিতে চায় মৌমিতা প্রামাণিক।

মৌমিতার মা প্রতিমা প্রামাণিক ঘরের কাজ সামলান। তিনি বলেন, ‘তিন মেয়ের মধ্যে মেজো মেয়ে ছবি আঁকায় পটু। বিভিন্ন প্রতিযোগিতায় ছবি এঁকে পুরস্কার ঘরে তুলেছে মৌমিতা। আগামিদিনে ও প্রতিষ্ঠিত শিল্পী হয়ে উঠুক, এটাই চাইব।’

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News:ছোটো থেকেই নেশা ছবি আঁকার, ছোটবেলার সেই শখই জুগিয়েছে চলার পথে অনুপ্রেরণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল