TRENDING:

East Medinipur News: শিক্ষা ও স্বাস্থ্য দুই'ই থাকবে বহাল, হাল ফিরছে বেহাল অঙ্গনওয়াড়িকেন্দ্রগুলির 

Last Updated:

East Medinipur News: আইসিডিএস সেন্টার এলাকার শিক্ষা ও স্বাস্থ্য দুইদিক বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় অভিযোগ জেলাগুলোতে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা। তবে শেষ হবার না এবার হাল ফিরছে। বরাদ্দ হল অর্থ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: শিক্ষা ও স্বাস্থ্য দুই’ই থাকবে বহাল, হাল ফিরছে বেহাল অঙ্গনওয়াড়িকেন্দ্রগুলির। সন্তানসম্ভাব্য মহিলা ও শিশুদের পুষ্টির দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলা জুড়ে বিভিন্ন এলাকায় থাকা অঙ্গনওয়াড়িকেন্দ্র বা আইসিডিএস কেন্দ্রগুলি। শুধু সন্তান সম্ভবা মহিলা ও শিশুদের পুষ্টির দিক না, এই কেন্দ্রগুলি শিশুদের প্রাথমিক শিক্ষাদানে ভূমিকা রাখে। ফলে জেলায় অঙ্গনওয়াড়িকেন্দ্র বা আইসিডিএস সেন্টার এলাকার শিক্ষা ও স্বাস্থ্য দুইদিক বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় অভিযোগ জেলাগুলোতে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা। তবে শেষ হবার না এবার হাল ফিরছে। বরাদ্দ হল অর্থ।
জেলা প্রশাসনিক কার্যালয়
জেলা প্রশাসনিক কার্যালয়
advertisement

পূর্ব মেদিনীপুর জেলায় একযোগে সংস্কার করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। জেলার মোট ২৩৮২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের তত্ত্বাবধানে এই কাজ চলতি মাসেই শুরু হবে এবং আগামী মার্চের মধ্যেই তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার ২৫টি ব্লকের মধ্যে প্রাথমিকভাবে ১২টি ব্লকের ৫৭৯টি কেন্দ্রের টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ধাপে ধাপে বাকি কেন্দ্রগুলির কাজও শুরু হবে। প্রশাসনের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই পুরো সংস্কার প্রকল্প সম্পন্ন করা সম্ভব হবে।

advertisement

আরও পড়ুন: Mangal Shani Shatanka Rajyog: মঙ্গল-শনির শতাঙ্ক রাজযোগ! সাহস, সম্পত্তি হাজার গুণ বাড়বে, দুই গ্রহের রক্ষাকবচে সুরক্ষিত জীবন

বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৬,৩৪৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তার মধ্যে ২,৯৪৬ টি সরকারি বিল্ডিংয়ে চলছে, এবং ৭৮১টি কেন্দ্র ভাড়া বাড়িতে। বাকিগুলি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ঘর, কমিউনিটি হল অথবা অন্যান্য সরকারি স্থাপনায় চালান হচ্ছে। জেলায় অঙ্গনওয়াড়ি থেকে পুষ্টিকর খাবার সংগ্রহ করে এরকম শিশু রয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার এবং সদ্য মা হয়েছেন ৩৫ হাজার ৮৮২ এ ছাড়াও প্রসূতিদের সংখ্যা ২৮ হাজার ২১৮।  বছরের পর বছর মেরামত না হওয়ায় বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা অত্যন্ত শোচনীয়। কোথাও দেওয়ালের চাঙড় খসে পড়ছে, কোথাও ছাউনি নেই, আবার কোথাও বৃষ্টির জল চুইয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে শিশুদের সেখানে পাঠাতে ভয় পান অনেক অভিভাবক। তাই কেন্দ্রগুলির কাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: Saturn Budh Margi: ২০২৬ ধামাকায় ভরা, ৫০০ বছর পরে শনি-বুধের মার্গি! প্রতিটি কাজেই সাফল্য, পিছনের দিকে ফিরতেই হবেনা নতুন বছরে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জেলার একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থার অভিযোগ জমা পড়ছিল। অবশেষে প্রায় ৪৭ কোটি টাকার বিপুল তহবিল বরাদ্দ করা হয়েছে। জেলা প্রকল্প আধিকারিক (আইসিডিএস) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘অঙ্গনওয়াড়ি কেন্দ্র মানে শুধু ভবন নয়—এখানে শিশু ও অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ও জড়িত। তাই কেন্দ্রগুলির পরিবেশ যাতে পরিচ্ছন্ন, নিরাপদ ও আকর্ষণীয় হয়, সে দিকেও আমরা বিশেষ নজর দিচ্ছি। আশা রাখছি নির্দিষ্ট সময়ের মধ্যেই সংস্কারের কাজ সম্পন্ন হবে।” প্রশাসনের এই উদ্যোগে জেলার হাজার হাজার শিশু ও অন্তঃসত্ত্বা নারী নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশে সরকারি পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করেছেন জেলার সাধারণ মানুষেরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: শিক্ষা ও স্বাস্থ্য দুই'ই থাকবে বহাল, হাল ফিরছে বেহাল অঙ্গনওয়াড়িকেন্দ্রগুলির 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল