TRENDING:

East Medinipur News: জন্ম থেকেই দুটো হাত নেই, তবু জীবন জয়ের যুদ্ধে বাকিদের পিছনে ফেলে এগিয়ে তমলুকের পার্বতী

Last Updated:

ছোটবেলা থেকেই দৈহিক প্রতিবন্ধকতা পার্বতীর, কাঁধের কাছ থেকে দুটো হাত নেই। কিন্তু তবুও জীবন যুদ্ধের লড়াইয়ে পিছিয়ে নেই সে। দুই পা দিয়েই সব কাজ পারেন। পা দিয়েই  পার্বতীর রুটি তৈরি করা, সেলাই মেশিন চালানো, ছবি আঁকা, পাটের কাজ, সাঁতার কাটা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: ছোটবেলা থেকেই দৈহিক প্রতিবন্ধকতা পার্বতীর, কাঁধের কাছ থেকে দুটো হাত নেই। কিন্তু তবুও জীবন যুদ্ধের লড়াইয়ে পিছিয়ে নেই সে। দুই পা দিয়েই সব কাজ পারেন। পা দিয়েই  পার্বতীর রুটি তৈরি করা, সেলাই মেশিন চালানো, ছবি আঁকা, পাটের কাজ, সাঁতার কাটা।
advertisement

তমলুকের পূর্বনুখা গ্রামের বাসিন্দা পার্বতী জানা। জন্মের পর থেকেই দু’হাত নেই। চিন্তায় ছিল পরিবার। ধীরে ধীরে বড় হয়ে ওঠে পার্বতী। একটু একটু করে শিখে নেন পা দিয়ে সমস্ত কাজ করা। শুধু দুই পায়ের জোরেই পার্বতী আজ অনেকের থেকে অনেকটা এগিয়ে।

পার্বতী জানান, ” জন্মের পর থেকে হাত ছাড়াই বড় হয়েছি। ছোটবেলা থেকেই বহু মানুষের গঞ্জনা শুনতে হয়েছে, অনেকেই বলত হাত ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু বাড়ির মা-কাকিমাদের দেখে পা দিয়ে কাজ করা শুরু করি। একটু একটু করে রপ্ত করি রোজের কাজগুলো। পা দিয়ে রুটি বানানো থেকে শুরু করে সেলাই মেশিন চালানো, বটিতে আনাজ কাটা-সহ দৈনন্দিন জীবনের সব কাজ করতে পারি। হাত ছাড়াই সাঁতার কাটতে শিখেছি। প্যারা অলিম্পিকসে স্বর্ণপদক পেয়েছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সারাদিনের কাজ আধ ঘণ্টাই! শুধু সময় কমানো নয়, আধুনিক যন্ত্রপাতি এনেছে চাষিদের জীবনে আশীর্বাদ
আরও দেখুন

বর্তমানে পার্বতী থাকেন নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিতে। সেখানে পাটের নানা ধরনের কাজ করছেন পার্বতী। পাশাপাশি বাগান পরিষ্কার-সহ মিউজিক্যাল ট্রুপের অক্টোপ্যাড বাজানোর মতো নানা কাজে পারদর্শী তিনি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: জন্ম থেকেই দুটো হাত নেই, তবু জীবন জয়ের যুদ্ধে বাকিদের পিছনে ফেলে এগিয়ে তমলুকের পার্বতী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল