নন্দকুমার থানার অন্তর্গত আলেয়া ক্লাব পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বিগ বাজেটের কালীপুজো আয়োজন করে। প্রতিবছর কালীপুজোর এই ক্লাবের পুজোর জন্য মুখিয়ে থাকে সাধারণ মানুষ। প্রতিবছর কালী পুজোয় নানা থিমের চমকে তাক লাগায় এই পুজো কমিটি। এই ক্লাবের কালীপুজো চলতি বছর ৫৭ তম বছরে পদার্পণ করেছে। এবারের কালীপুজোর মণ্ডপে থিমে তুলে ধরা হবে, যন্ত্র সভ্যতা কীভাবে মানুষকে গ্রাস করছে। আর মানুষ দিনের পর দিন পুতুলে পরিণত হচ্ছে। মানুষ হারিয়ে যাচ্ছে মানুষের থেকে। যন্ত্র সভ্যতা মানুষের চেতনাকে বদ্ধ করে রেখেছে, ফলে হারিয়ে যাচ্ছে বেঁচে থাকার আসল পরিসর। সেটাই এবার থিমের মাধ্যমে ফুটে উঠবে জেলার উন্নতম বিগ বাজেটের কালীপুজোয়।
advertisement
আরও পড়ুন: হলদিয়ায় ভারতের প্রথম অন-পারপাস প্রোপিলিন প্ল্যান্ট! প্রচুর কর্মসংস্থানের সুযোগ, জানুন বিস্তারিত
এ বিষয়ে ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানান, আলেয়ার কালীপুজোয় এবারের থিম সোপান। বিষয় হল, ‘দিন দিন যান্ত্রিক সভ্যতায় মানুষ হয়ে উঠছে পুতুল। এই পরিবর্তন তুলে ধরা হবে মণ্ডপে। মণ্ডপ নির্মাণ হবে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইল্যার ভাবনায়। শুধু পুজো নয় পুজোয় পাশাপাশি, সমাজ সেবামূলক কাজকর্ম ও পুজোর দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।’ প্রতিবছর আলেয়ার পুজো মণ্ডপ দেখতে ভিড় করে বহু মানুষ। ফলে তাদের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে বলে জানান ক্লাব সম্পাদক। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম এই কালীপুজোর প্রস্তুতি শুরু হয়েছে খুঁটি পুজোর মাধ্যমে। প্রতিবছর জেলার পাশাপাশি ভিন জেলার মানুষজন তাদের মণ্ডপে ভিড় জমান কালীপুজোর সময়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবারও তাদের এই মণ্ডপ সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলবে বলে অভিমত। জেলার এই কালীপুজোর এবারের বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। যান্ত্রিক সভ্যতা মানুষকে পুতুল বানিয়ে রেখেছে মানুষের মূল্যবোধ মানবিকতা হারিয়ে যাচ্ছে, তাই ফুটে উঠবে মণ্ডপে। উদ্যোক্তাদের কথায় সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এই ধরনের থিম ভাবা হয়েছে।






