রামনগর থানায় এলাকার পালধূই পঞ্চায়েতের মান্দার গ্রামে শুক্রবার রাতে খুন হতে হল ৪১ বছরের দীপক খাটুয়াকে। পরিবারের পক্ষ থেকে দীপক খাটুয়ার স্ত্রী মামনি খাটুয়া জানান, ‘প্রত্যেকবারের মতো এবারও মদ্যপ অবস্থায় বাড়িতে এসেছিলেন। বাড়ির পাশের কয়েকজন প্রতিবেশী আমার স্বামীকে বেধড়ক মারধর করে এবং তার পেটের উপর দাঁড়িয়ে পড়ে। এরপর স্বামীর পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। ওই রাতেই মারা যান’।
advertisement
আরও পড়ুনঃ শ্রীরামপুর সংশোধনাগার থেকে নিখোঁজ পকসো অভিযুক্ত! তোলপাড় কাণ্ড, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ
তিনি আরও বলেন, মদ্যপ অবস্থায় পাড়ায় আসার জন্য এর আগেও প্রতিবেশীরা কয়েকজন মিলে তাকে মারার চেষ্টা করেছিল। অনেরদিন ধরেই প্রতিবেশীদের ক্ষোভ তৈরি হয়েছিল তার স্বামীর উপর। সেই ক্ষোভের কারণেই শনিবার রাতে মেরে ফেলেছে।
মৃত যুবকের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ছেলের বয়স ১৭ বছর। মেয়ের বয়স ৮ বছর। স্বামী-স্ত্রী এবং দুই সন্তান নিয়ে মোট চার জনের সংসার। ঘটনাস্থলে রামনগর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজন মহিলা ও এক যুবকে গ্রেফতার করেছে রামনগর থানার পুলিশ। রবিবার ধৃতদের কাঁথি মহকুমার আদালতে তোলা হয়।
