South 24 Parganas News: বাইকের গতির কাছে প্রাণের বলি! নরেন্দ্রপুরে দু'টি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, শোকের ছায়া এলাকায়

Last Updated:

South 24 Parganas News: নরেন্দ্রপুর থানা এলাকায় দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোট তিন জনের। প্রথমটি শনিবার গভীর রাতে উচ্ছেপোতা এলাকায়। দ্বিতীয় দুর্ঘটনাটি ভোররাতে খেয়াদহ বাজার এলাকায়।

নরেন্দ্রপুর থানা 
নরেন্দ্রপুর থানা 
নরেন্দ্রপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: নরেন্দ্রপুর থানা এলাকায় দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোট তিন জনের। প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে উচ্ছেপোতা এলাকায়। কসবার বাসিন্দা প্রভাস অধিকারী (৪৩) বাইকে করে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কার ফলে তিনি বাইক থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দেহটি রবিবার ময়নাতদন্তে পাঠানো হবে। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভোররাতে খেয়াদহ বাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর, স্পোর্টস বাইক নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল দুই যুবক। খেয়াদহ বাজারের কাছে তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে জোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুই যুবক বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ ক্রান্তির ঘটনার পর ধোলাবাড়িতে বড় উদ্যোগ! পরিবার পরিকল্পনা নিয়ে মহিলাদের সচেতনতা বার্তা, কী কী করণীয় জানালেন বিশেষজ্ঞরা
পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম রাকেশ সর্দার এবং সঞ্জীব সরদার। তাদের দেহও ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই দুটি দুর্ঘটনায় নরেন্দ্রপুর ও আশপাশ এলাকায় নেমে এসেছে গভীর শোক। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দার দাবি, পুলিশ প্রশাসন একাধিকবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করার পরেও হুঁশ ফিরছে না একশ্রেণীর চালক এবং পথচারীদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ধরনের দুর্ঘটনা নিয়ে বারবার সচেতন করছে প্রশাসন। তারপরেও অসতর্কভাবে বাইক চালাচ্ছে তরুণ প্রজন্ম। সবার আগে এই ধরনের মানুষদের সচেতন হতে হবে। তবে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বাইকের গতির কাছে প্রাণের বলি! নরেন্দ্রপুরে দু'টি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, শোকের ছায়া এলাকায়
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement