শুক্রবার থেকে আরম্ভ হওয়া নবম দুয়ারে সরকার শিবির চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।বেড়েছে এই শিবির থেকে প্রাপ্ত সুবিধার সংখ্যাও। এখন থেকে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় উপকরণ কেনার আর্থিক সহায়তার জন্য আবেদনের সুবিধাও থাকছে দুয়ারে সরকার শিবিরে।
আরও পড়ুনঃ বিকেল গড়াতেই গা ছমছমে পরিবেশ! এই পাহাড়ি গ্রাম পর্যটকদের স্বর্গরাজ্য, ভয়কে জয় করে আপনিও ঘুরে আসুন
advertisement
বৃহস্পতিবার সকাল থেকেই এগরা মহকুমা এলাকার বেশ কয়েকটি শিবির পরিদর্শনের পাশাপাশি আমজনতাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতে ময়দানে নামতে দেখা যায় খোদ জেলাশাসক পূর্ণেন্দু মাজি ও এগরার মহকুমাশাসক মণজিৎ কুমার কুমার যাদবকে,এছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেকেই দুয়ারে সরকার শিবিরের বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
জেলাশাসক বলেন, পঞ্চম দুয়ারে সরকার কর্মসূচিতে জেলায় শিবিরের সংখ্যা ছিল ৪ হাজার। কিন্তু এবার শিবিরের সংখ্যা অনেকটাই বেড়েছে। যে আবেদনগুলি এই শিবিরে জমা পড়বে সেগুলি ২৮ ফেব্রুয়ারির মধ্যে খতিয়ে দেখে চূড়ান্ত পদক্ষেপ করা হবে।জেলাশাসক আরও বলেন, এদিন এগরা ১ ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের বড়নিহারিতে আমরা শিবিরে আসা অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। তাঁরা রাস্তা নির্মাণ,পথবাতি সহ বেশকিছু বিষয় আমাদের জানিয়েছেন।সংশ্লিষ্ট দপ্তরগুলিকে বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির জন্য বলা হয়েছে।