TRENDING:

প্রথম রাস উৎসবে দিঘা জগন্নাথ ধামে ভক্তদের ঢল, দিনভর পালিত হল ভজন-কীতর্ন ও নানা কর্মসূচি

Last Updated:

দিঘার নবনির্মিত জগন্নাথ ধামে বুধবার প্রথমবারের মতো মহাসমারোহে পালিত হল রাস উৎসব। ভোর থেকেই শুরু হয়েছে মঙ্গলারতি ও রাস উৎসবের বিশেষ পুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা, মদন মাইতি: দিঘার নবনির্মিত জগন্নাথ ধামে বুধবার প্রথমবারের মতো মহাসমারোহে পালিত হল রাস উৎসব। ভোর থেকেই শুরু হয়েছে মঙ্গলারতি ও রাস উৎসবের বিশেষ পুজো। সকাল থেকেই মন্দির চত্বর সেজে উঠেছে নয়া সাজে—রকমারি ফুল, অভ্যন্তরীণ আলোকসজ্জা ও ভক্তি সংগীতের সুরে মুখরিত হয়েছে গোটা পরিবেশ। দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এসে ভিড় জমিয়েছেন জগন্নাথ ধামে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে ভগবানের দর্শনে হাজির হয়েছেন। রাস উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বরে ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। সকাল থেকেই চলেছে ভজন, কীর্তন ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। চারিদিকে শুধুই ভক্তির আবহ আর আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে।
advertisement

এবছর প্রথম রাস উৎসব উপলক্ষে দিনভর রয়েছে একাধিক কর্মসূচি। সকালে মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠান, দুপুরে ভগবানের অভিষেকের। এরপর জগন্নাথ, বলভরাম ও সুভদ্রাকে পরানো হয় নতুন বস্ত্র ও অলঙ্কার। পুজারীরা নিষ্ঠা ও ভক্তিভরে সম্পন্ন করেন ভোগ প্রস্তুতি ও পুজো অর্চনা। ভোগের মেনুতেও রয়েছে এলাহী আয়োজন। মন্দির প্রাঙ্গণে ভক্তি গীত, ভজন ও শাস্ত্রীয় নৃত্যের আয়োজন মন কেড়েছে সকলের। সকাল থেকে মন্দির চত্বর ছিল উপচে পড়া ভিড়ে। জগন্নাথ ধামে প্রথমবারের রাস উৎসব দেখতে দূরদূরান্ত থেকে মানুষ এসে ভগবানের দর্শন করেন।

advertisement

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী রিচা ফিরছেন ঘরে, মন ছুঁয়ে যাওয়া আয়োজন শিলিগুড়িবাসীর! আবেগে ভাসছেন বাবা-মা

View More

দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি কমিটির অন্যতম রাধারমন দাস বলেন, “আজ দিনভর চলছে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় সামলাতে আমাদের সদস্যরা নিয়মিত তদারকি করছেন। এছাড়াও আমাদের ট্যুরিস্ট গাইডের ব্যবস্থা রয়েছে।” দিঘা জগন্নাথ ধামে আসা এক ভক্ত স্নেহলতা জানা বলেন, “এত সুন্দর আয়োজন, এত রংবাহারি ফুলের সাজ ও ভক্তির পরিবেশ আগে কখনও দেখিনি। আজ ভগবানের দর্শন পেয়ে পরম শান্তি পেলাম।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাস উৎসব উপলক্ষে মন্দির চত্বরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি রয়েছে স্বেচ্ছাসেবকও। সারাদিন নজরদারি চালান হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে রংবাহারি আলোয় সেজে ওঠে গোটা জগন্নাথ ধাম। মন্দিরের প্রতিটি কোণে জ্বলে ওঠবে প্রদীপের আলো। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্পূর্ণ হবে দিনভর চলা রাস উৎসবের আনুষ্ঠান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রথম রাস উৎসবে দিঘা জগন্নাথ ধামে ভক্তদের ঢল, দিনভর পালিত হল ভজন-কীতর্ন ও নানা কর্মসূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল