এবছর প্রথম রাস উৎসব উপলক্ষে দিনভর রয়েছে একাধিক কর্মসূচি। সকালে মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠান, দুপুরে ভগবানের অভিষেকের। এরপর জগন্নাথ, বলভরাম ও সুভদ্রাকে পরানো হয় নতুন বস্ত্র ও অলঙ্কার। পুজারীরা নিষ্ঠা ও ভক্তিভরে সম্পন্ন করেন ভোগ প্রস্তুতি ও পুজো অর্চনা। ভোগের মেনুতেও রয়েছে এলাহী আয়োজন। মন্দির প্রাঙ্গণে ভক্তি গীত, ভজন ও শাস্ত্রীয় নৃত্যের আয়োজন মন কেড়েছে সকলের। সকাল থেকে মন্দির চত্বর ছিল উপচে পড়া ভিড়ে। জগন্নাথ ধামে প্রথমবারের রাস উৎসব দেখতে দূরদূরান্ত থেকে মানুষ এসে ভগবানের দর্শন করেন।
advertisement
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী রিচা ফিরছেন ঘরে, মন ছুঁয়ে যাওয়া আয়োজন শিলিগুড়িবাসীর! আবেগে ভাসছেন বাবা-মা
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি কমিটির অন্যতম রাধারমন দাস বলেন, “আজ দিনভর চলছে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় সামলাতে আমাদের সদস্যরা নিয়মিত তদারকি করছেন। এছাড়াও আমাদের ট্যুরিস্ট গাইডের ব্যবস্থা রয়েছে।” দিঘা জগন্নাথ ধামে আসা এক ভক্ত স্নেহলতা জানা বলেন, “এত সুন্দর আয়োজন, এত রংবাহারি ফুলের সাজ ও ভক্তির পরিবেশ আগে কখনও দেখিনি। আজ ভগবানের দর্শন পেয়ে পরম শান্তি পেলাম।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাস উৎসব উপলক্ষে মন্দির চত্বরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি রয়েছে স্বেচ্ছাসেবকও। সারাদিন নজরদারি চালান হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে রংবাহারি আলোয় সেজে ওঠে গোটা জগন্নাথ ধাম। মন্দিরের প্রতিটি কোণে জ্বলে ওঠবে প্রদীপের আলো। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্পূর্ণ হবে দিনভর চলা রাস উৎসবের আনুষ্ঠান।





