উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বিরিয়ানি খাবার পরই আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হয় নাদনঘাট থানার বকপুর পঞ্চায়েতের অন্তর্গত মশাগরিয়া এলাকার যুবক সুমন্ত মল্লিকের। তিনি পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিএলআর অফিসে মুহুরি হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুনঃ চতুর্থীতে প্যান্ডেল হপিংয়ের মাঝেই বিপত্তি! টাকি রোডে ভেঙে পড়ল মণ্ডপের মস্ত গেট, আহত টোটো চালক
advertisement
সুমন্তর পাশাপাশি এদিন একই সঙ্গে বিরিয়ানি খেয়ে অসুস্থ হন BLR অফিসের রেভিনিউ অফিসার কুন্তল মন্ডল। তিনি বর্তমানে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। এদিন পুজোর আগে শেষ দিনের কাজকর্ম চলছিল বিএলআর অফিসে। সেই উপলক্ষেই খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। নিয়ে আসা হয় ৪০ প্যাকেট বিরিয়ানি। যা খেয়েই নাকি দুজন অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুনঃ মেয়ের ৯ বছরের বান্ধবীকে বাড়িতে ডেকে লাগাতার ধ*র্ষণ! অভিযুক্তের যোগ্য সাজা পকসো আদালতে
নাদনঘাট থানায় উপস্থিত হয়ে মৃতের পরিজনদের দাবি, এদিনের ঘটনার পর ওই অফিসের কেউই তাদের সঙ্গে দেখা করেননি, হাজির হননি এলাকায়। এতেই সন্দেহ আরও বাড়ছে পরিবারের। নাদনঘাট থানায় শুক্রবার লিখিত অভিযোগ জানানোর জন্য হাজির হয় পরিবার। মৃত ওই যুবকের পরিবারের সঙ্গে কথা বলেন কালনার এসডিপিও রাখেশ চৌধুরী। শুক্রবার দুপুরে ঘটনাস্থল তদন্তে যায় নাদনঘাট থানার আইসি, ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের আধিকারিকরা এবং কালনার এসডিপিও রাকেশ চৌধুরী।
পরিকল্পিত খুন নাকি এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু সমস্ত কিছুই ময়নাতদন্তের রিপোর্ট আসার পর স্পষ্ট হবে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে নাদনঘাট থানায়। এলাকার বিধায়ক স্বপন দেবনাথ জানান, সবার বিরুদ্ধে তদন্ত করবে পুলিশ।