TRENDING:

East Bardhaman News: স্টেশন সংলগ্ন স্ট্যান্ডে টোটো রাখা নিয়ে ঝামেলা! বর্ধমানে টোটো চলাচল বন্ধ রেখে চালকদের প্রতিবাদ, বিপাকে সাধারণ মানুষ

Last Updated:

East Bardhaman News: টোটো চালকদের দাবি, পিডব্লিউডি ও রেল, দুই জায়গা মিলিয়ে আমরা একটি নির্দিষ্ট স্থানে টোটো রাখি। এই জায়গায় টোটো ঢুকলে পয়সা চাওয়া হচ্ছে। আমরা একটি প্যাসেঞ্জার এনে ১০ টাকা পাই। এখন ১০ টাকা তাঁদের দিতে হলে আমাদের কী থাকবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ লক্ষ্মীপুর স্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ডে টোটো রাখতে না পারায় টোটো চলাচল বন্ধ রেখে প্রতিবাদ স্থানীয় টোটো চালকদের। ফলে বিপাকে পড়েন সাধারণ মানুষ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে ছুটে আসে কাটোয়া আরপিএফের বিশাল পুলিশ বাহিনী।
টোটো চালকদের বিক্ষোভ
টোটো চালকদের বিক্ষোভ
advertisement

জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তি রেলের ওই নির্দিষ্ট জায়গা লিজ নিয়ে গ্যারেজ করছেন। ফলে টোটো চালকদের সেখান থেকে টোটো স্ট্যান্ড সরিয়ে নিয়ে যেতে বলেন তিনি। ইতিমধ্যেই এলাকায় পিলারও পোঁতা হয়েছে। এদিকে টোটো চালকদের দাবি, পিডব্লিউডি ও রেল, দুই জায়গা মিলিয়ে আমরা একটি নির্দিষ্ট স্থানে টোটো রাখি। এই জায়গায় টোটো ঢুকলে পয়সা চাওয়া হচ্ছে। আমরা একটি প্যাসেঞ্জার এনে ১০ টাকা পাই। এখন ১০ টাকা তাঁদের দিতে হলে আমাদের কী থাকবে? ফলে সমস্যার মধ্যে পড়ায় আমরা আজ টোটো চলাচল বন্ধ রেখেছি।

advertisement

আরও পড়ুনঃ মেমারিবাসীর জন্য সুখবর! এবার মিলবে ‘দুয়ারে চিকিৎসা পরিষেবা’, ছোটখাটো দরকারে আর হাসপাতালে ছুটতে হবে না

অন্যদিকে গ্যারেজ মালিক শাহিদুল রহমান বলেন, টোটো চালকেরা মিথ্যা অভিযোগ করছে। আমার গ্যারেজে ঢোকার মুখে তাঁরা টোটো রেখে চলে যায়। ফলে আমার গ্যারেজে লোক ঢুকতে চায় না। পাশের গ্যারেজে চলে যায়। সেই কারণেই তাঁদের সরে যেতে বলেছি। এখানে আসা আরপিএফকেও বিষয়টি জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চূর্ণী নদীতে কুমির আতঙ্ক, মাছ ধরার জন্য ছিপ ফেলতেই মিলল দর্শন!
আরও দেখুন

এদিন ঘটনাস্থলে আরপিএফ আসার পর তাঁদের মধ্যস্থতায় উত্তেজনা কিছুটা কমে। আগের নিয়ম মতো টোটো চালকেরা ওই টোটো স্ট্যান্ডেই টোটো রাখবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও আগামীদিনে বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে টোটো চালকদের জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: স্টেশন সংলগ্ন স্ট্যান্ডে টোটো রাখা নিয়ে ঝামেলা! বর্ধমানে টোটো চলাচল বন্ধ রেখে চালকদের প্রতিবাদ, বিপাকে সাধারণ মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল