East Bardhaman News: মেমারিবাসীর জন্য সুখবর! এবার মিলবে 'দুয়ারে চিকিৎসা পরিষেবা', ছোটখাটো দরকারে আর হাসপাতালে ছুটতে হবে না
- Reported by:Saradindu Ghosh
- local18
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: শনিবার মেমারি গ্রামীণ হাসপাতালে ভ্রাম্যমাণ চিকিৎসা যানের উদ্বোধন করেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। সিএমওএইচ জানান, পূর্ব বর্ধমান জেলা মোট ১২টি ভ্রাম্যমাণ চিকিৎসা যান পাবে, এর মধ্যে শনিবার থেকে পাঁচটি চালু হচ্ছে।
মেমারি, পূর্ব বর্ধমান, শরদিন্দু ঘোষঃ সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক জেলার বিভিন্ন প্রান্তে ভ্রাম্যমাণ চিকিৎসা যান পরিষেবা শুরু হয়েছে। এবার তাতে জুড়ল পূর্ব বর্ধমান জেলার মেমারির নাম। শনিবার পূর্ব বর্ধমানের মেমারি গ্রামীণ হাসপাতালে ভ্রাম্যমাণ চিকিৎসা যানের উদ্বোধন করলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য।
দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পূণ্যগ্রাম কমিউনিটি হলে প্রথম পরিষেবা চালু করা হয়। সিএমওএইচ এদিন জানান, পূর্ব বর্ধমান জেলা মোট ১২টি ভ্রাম্যমাণ চিকিৎসা যান পাবে, এর মধ্যে শনিবার থেকে পাঁচটি চালু হচ্ছে। মেমারি, পূর্বস্থলী উত্তর, আউশগ্রাম, খণ্ডঘোষ ও মঙ্গলকোট বিধানসভা এলাকা এর মধ্যে রয়েছে।
আরও পড়ুনঃ শাড়ি ব্যবসায়ীদের পছন্দের ঠিকানা! ‘তাঁত শহর’ থেকে সস্তায় কিনে শুরু করতে পারেন ব্যবসা, পাইকারি-খুচরো দাম সহ খুঁটিনাটি জানুন
সিএমওএইচ জানিয়েছেন, কালনা ও কেতুগ্রামের জন্য আরও দু’টি দু-একদিনের মধ্যেই এসে যাবে। এই ভ্রাম্যমাণ চিকিৎসা যান দুর্গম ও পশ্চাৎপদ এলাকায় অগ্রাধিকার পাবে, যা রোগী কল্যাণ সমিতি ও প্রশাসনিক কর্তারা ঠিক করবেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, বিগত কয়েকদিনে রাজ্যের একাধিক জেলার নানা প্রান্তে ভ্রাম্যমাণ চিকিৎসা যান চালু হয়েছে। হাওড়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরে এই পরিষেবা শুরু হতে দেখা গিয়েছে। এবার পূর্ব বর্ধমান জেলাতেও চালু হয়ে গেল। এর ফলে এলাকাবাসীর অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Nov 22, 2025 9:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: মেমারিবাসীর জন্য সুখবর! এবার মিলবে 'দুয়ারে চিকিৎসা পরিষেবা', ছোটখাটো দরকারে আর হাসপাতালে ছুটতে হবে না










