Nadia News: শাড়ি ব্যবসায়ীদের পছন্দের ঠিকানা! 'তাঁত শহর' থেকে সস্তায় কিনে শুরু করতে পারেন ব্যবসা, পাইকারি-খুচরো দাম সহ খুঁটিনাটি জানুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: ধুতির মতো নরম শান্তিপুর তাঁত, সূক্ষ্ম সুতোয় বোনা ধনেখালি স্টাইল, রঙিন জ্যামিতিক ডিজাইনের ফুলিয়া জামদানির পাশাপাশি কটন, লিনেন, সিল্ক-মিক্স, চেক, স্ট্রাইপ, মসলিন টেক্সচার, সব মিলিয়ে প্রায় ২০-২৫ রকমের তাঁতের শাড়ি বাজারে পাওয়া যায়। এই শাড়িগুলির পাইকারি ও খুচরো দাম জানুন।
নদিয়ার শান্তিপুর ও ফুলিয়া দীর্ঘদিন ধরেই বাংলার তাঁতশিল্পের প্রাণকেন্দ্র। এখানকার তাঁতিবাড়িগুলিতে প্রতিদিনই নানা ধরণের শাড়ি তৈরি হয়। ধুতির মতো নরম শান্তিপুর তাঁত, সূক্ষ্ম সুতোয় বোনা ধনেখালি স্টাইল, রঙিন জ্যামিতিক ডিজাইনের ফুলিয়া জামদানির পাশাপাশি কটন, লিনেন, সিল্ক-মিক্স, চেক, স্ট্রাইপ, মসলিন টেক্সচার, সব মিলিয়ে প্রায় ২০-২৫ রকমের তাঁতের শাড়ি বাজারে পাওয়া যায়। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
