TRENDING:

SSC Exam: দিনমজুর মায়ের কষ্ট লাঘব, শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে SSC পরীক্ষায় সুমন

Last Updated:

সুমন বৈদ্য ছোটবেলা থেকেই চোখে দেখতে পান না, কানে যন্ত্র নিয়ে শুনতে হয়, এই সকল প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে কালনার হিন্দু গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ে আজ, রবিবার এসএসসি পরীক্ষায় বসলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। আর এসবের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন নিজেদের স্বচ্ছতা ও ভাবমূর্তি পুনঃস্থাপনের জন্য তৎপর। এসবের মধ্যেই রবিবার এসএসসির পরীক্ষা হয়ে গেল। এদিনের পরীক্ষা গোটা রাজ্যেই নির্বিঘ্নে শুরু হয় এবং শেষও হয়।
এসএসসি পরীক্ষার্থী
এসএসসি পরীক্ষার্থী
advertisement

স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সফলতা অর্জন করে এখন অনেকেই রয়েছেন যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের মধ্যে আবার বেশ কয়েকজন রয়েছেন যারা প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে চাকরির পরীক্ষায় বসেছেন। সেইরকমই একজন হলেন সুমন বৈদ্য।

আরও পড়ুন: বিরাট প্ল্যান নিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল ‘ওঁরা’! ওঁত পেতে বসেছিল পুলিশও, তারপর যা ঘটল নদিয়ায়

advertisement

সুমন বৈদ্য ছোটবেলা থেকেই চোখে দেখতে পান না, কানে যন্ত্র নিয়ে শুনতে হয়, এই সকল প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে কালনার হিন্দু গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ে আজ, রবিবার এসএসসি পরীক্ষায় বসল পূর্ব বর্ধমানের কালনার রামকৃষ্ণ পল্লীর সুমন বৈদ্য, পরীক্ষা ভাল দিয়েছেন বলেই জানা যাচ্ছে। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রশ্ন নেই। চাকরি পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী সুমন বৈদ্য।

advertisement

আরও পড়ুন: ছুটির দিনে দাপিয়ে বেড়াচ্ছে একপাল হাতি! ভয়ে তটস্থ বাসিন্দারা, ভিডিও না দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন না

আশা করা যায় সরকার এবছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি নিয়োগ পদ্ধতি করবেন জানান সুমন বৈদ্য। তিনি বলেন, “পরীক্ষা স্বচ্ছভাবে হয়েছে ঠিকই, কিন্তু এর পর মূল্যায়ন ও নিয়োগের ক্ষেত্রে কতটা স্বচ্ছতা বজায় থাকবে—তা নিয়ে পরেরটা পরে ভাবা যাবে।” পাশাপাশি তিনি আরও জানান, অন্যান্য চাকরির পরীক্ষার জন্যও প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে সুমনের মা বলেন, মাঠে ঘাটে দিনমজুরি করে তিনি ছেলেকে পড়াশোনা করান। তাঁর আশা, এ বছর যেন সঠিকভাবে শিক্ষক নির্বাচন হয়, যাতে সুমনের মতো পরিশ্রমী পরীক্ষার্থীর স্বপ্ন পূরণ হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC Exam: দিনমজুর মায়ের কষ্ট লাঘব, শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে SSC পরীক্ষায় সুমন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল