TRENDING:

Raas Utsav: সাড়ে ৪ লক্ষ টাকা ব্যয়ে রাজবাড়ির আদলে দাঁইহাটের রাস উৎসবের থিম 'আলপনা'! দেখতে ভিড় জমছে অজস্র দর্শনার্থীদের

Last Updated:

এবারের থিমের নাম ‘আলাপন’, যা তৈরি হয়েছে একেবারে রাজবাড়ির আদলে। রাজকীয় স্থাপত্য, অলঙ্কারসজ্জা ও আলোর ছটায় সাজানো হয়েছে গোটা মণ্ডপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: রাজবাড়ি, এই শব্দটির সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত নস্টালজিয়া। অনেকেরই মনে প্রশ্ন জাগে, রাজবাড়ির ভেতরটা ঠিক কেমন হয়? তবে এবার সেই কৌতূহলকে বাস্তব রূপ দিতে এবং দর্শনার্থীদের নতুন অভিজ্ঞতা উপহার দিতে দাঁইহাটের রাস উৎসবে অভিনব থিম নিয়ে হাজির হয়েছে সাহাপাড়া নাগরিক মঞ্চ। তাদের এবারের থিমের নাম ‘আলাপন’, যা তৈরি হয়েছে একেবারে রাজবাড়ির আদলে।
advertisement

রাজকীয় স্থাপত্য, অলঙ্কারসজ্জা ও আলোর ছটায় সাজানো হয়েছে গোটা মণ্ডপ। নদিয়া জেলার এক প্রতিভাবান শিল্পীর নান্দনিক ছোঁয়ায় গড়ে উঠেছে এই রাজবাড়ি থিম, যা দেখতে ইতিমধ্যেই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। রঙ-বেরঙের আলোর ব্যবহারে মণ্ডপে তৈরি হয়েছে এক অনন্য রাজকীয় আবহ। ক্লাবের সদস্য রবীন্দ্রনাথ সাহা বলেন, “প্রত্যেকবছর শহরবাসীকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। এবছর প্রায় সাড়ে চার লক্ষ টাকা বাজেট রেখে আমাদের এই থিম আলাপন। নদিয়া জেলার শিল্পী এটা প্রস্তুত করেছেন।”

advertisement

আরও পড়ুন: বুনো হাতির তাণ্ডব আলিপুরদুয়ারে! বাড়ির গেট, গাছ ভেঙে লণ্ডভণ্ড করল এলাকা

View More

রাস উৎসব মানেই সাধারণত সবার আগে মনে আসে নবদ্বীপ বা শান্তিপুরের নাম। কিন্তু নদিয়ার বাইরেও পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহরে পালিত হয় এক ঐতিহ্যবাহী ও জাঁকজমকপূর্ণ রাস উৎসব, যার ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। প্রতিবছর এই উৎসবকে ঘিরে মুখরিত হয়ে ওঠে গোটা শহর, দাঁইহাটের পাশাপাশি আশপাশের গ্রাম থেকেও হাজার হাজার মানুষ ভিড় জমান এই শহরে। এই বছরও তার ব্যতিক্রম নয়। শহরের প্রায় প্রতিটি ক্লাবই নিজেদের মতো করে আকর্ষণীয় থিম সাজিয়ে তুলেছে। তার মধ্যেও সাহাপাড়া নাগরিক মঞ্চের ‘আলাপন’ থিমটি দর্শনার্থীদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বহু মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করে দেখছেন রাজবাড়ির এই অসাধারণ মণ্ডপসজ্জা। এই থিম দেখতে এসে দর্শনার্থীরা বলেন, “খুবই সুন্দর হয়েছে এই থিম। প্রতি বছর এখানে আসি, এবছরও বেশ ভালই লাগল।” সব মিলিয়ে আলো, রঙ ও শিল্পের মেলবন্ধনে জমজমাট দাঁইহাটের রাস উৎসব। শহরজুড়ে এখন শুধু মানুষের ভিড় , হইহুল্লোড় আর উত্তেজনা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raas Utsav: সাড়ে ৪ লক্ষ টাকা ব্যয়ে রাজবাড়ির আদলে দাঁইহাটের রাস উৎসবের থিম 'আলপনা'! দেখতে ভিড় জমছে অজস্র দর্শনার্থীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল