পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে দূষিত ড্রেনের জল যাতে পুকুর বা গঙ্গায় না পড়ে, তার জন্য তৈরি হচ্ছে ফিল্টার চেম্বার। বাড়ি বাড়ি গিয়ে পচনশীল ও কঠিন বর্জ্য আলাদা করে সংগ্রহ করছেন পঞ্চায়েত কর্মীরা। পচনশীল বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার। প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত গড়তে চলছে প্রচার, স্কুল পড়ুয়াদের নিয়ে র্যালিও হয়েছে চুপির হাটতলা পর্যন্ত।
advertisement
আরও পড়ুন: স্কুলের জন্মদিন বলে কথা…! বাদ যায়নি কেক, মাংস, মিষ্টি! নজর কাড়ল সরকারি স্কুলে এলাহি আয়োজন
পূর্ব বর্ধমানের ওই পঞ্চায়েত প্রধান অনিন্দিতা রায় জানিয়েছেন, পঞ্চায়েতের তরফে বিভিন্নভাবে প্রচার, হোডিং, দেওয়ালে বিভিন্ন স্কেচ, ফিল্টার চেম্বার, বাজারগুলিতে প্লাস্টিক ক্যারিব্যাগ না ব্যবহার করার প্রচার সহ একাধিক বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলেই খুব ভাল ভাবে কাজ করছেন। তবে সমস্যা কিছু রয়েছে। অনেকেই আলাদা বর্জ্য না দিয়ে এখনও সব এক জায়গায় করে দিচ্ছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও এ বিষয়ে পঞ্চায়েত কর্মীরা সচেতন করছেন সকলকে। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য ও কেন্দ্রের দুটি দল এলাকা পরিদর্শনে এলে মিলবে চূড়ান্ত স্বীকৃতি। ইতিমধ্যেই জেলার অন্যান্য পঞ্চায়েতকে এই মডেল অনুসরণ করার বার্তা দিয়েছে প্রশাসন। স্বচ্ছতা ও পরিবেশ রক্ষার দিক থেকে জেলার মুখ উজ্জ্বল করতে চলেছে পূর্বস্থলী।
বনোয়ারীলাল চৌধুরী