দিন দিন সাইবার ক্রাইমের সংখ্যা বাড়ছে। যে কোনও মুহূর্তে মানুষের একটি ভুলে হ্যাকারের কাছে সমস্ত তথ্য চলে যেতে পারে। তাই এবার পুলিশ আধিকারিক নিজে ফোন হ্যাক করে দেখালেন, কীভাবে একটি ছোট্ট ভুল পদক্ষেপে মানুষের সকল ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে।
advertisement
মোবাইল ফোনের ঝলকানি ও ইন্টারনেট বিপ্লবের সুবাদে গোটা বিশ্ব আজ হাতের মুঠোয়। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের চক্রও। ‘ডিজিটাল অ্যারেস্ট’ থেকে শুরু করে ব্যাঙ্কের টাকা হাতানো বা ওটিপি জালিয়াতির মতো প্রতারণার ফাঁদে অজান্তেই পা রাখছেন অসংখ্য নাগরিক। এর মধ্যে নতুন সংযোজন এসআইআর-এর নাম করে ওটিপি চাওয়া। এসব নিয়েই এবার মানুষকে সতর্ক করল পুলিশ।
বর্ধমানের উৎসব ময়দানে অভিযান গোষ্ঠীর পক্ষ থেকে ৪৮ তম বইমেলার আয়োজন করা হয়েছে। রোজ দূরদূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন বইপ্রেমী মানুষ। তাই উদ্যোক্তাদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে ‘সাইবার সচেতনতা ও প্রতিকার’ কর্মসূচির আয়োজন করা হয়। সচেতন করতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশে কর্মরত এস আই স্নেহাশিস চৌধুরী।
বর্তমান সময়ে ছোট থেকে বড় সকলের হাতেই স্মার্টফোন দেখা যায়। এই পরিস্থিতিতে বাড়ির খুদের সদস্যের হাতে স্মার্টফোন দিয়েও কীভাবে তাঁর উপর রাখবেন নজরদারি চালানো যায়, সেই সংক্রান্ত বিষয়েও এদিন আলোচনা করা হয়। মেলায় আগত মানুষ বলেন, এই আলোচনার মাধ্যমে অনেক কিছু জানা গেল। বিশেষত বাড়ির বাচ্চাকে স্মার্টফোন দিয়েও কীভাবে নজর রাখতে পারব এই বিষয়টি জেনে খুবই ভালো লাগল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল যুগে বর্ধমান বইমেলার এই সাইবার সচেতনতা পর্ব অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ বর্তমানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ডিজিটাল সুরক্ষার শিক্ষাও জরুরি। মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা এই সাইবার অপরাধের চক্র ভাঙার মূল হাতিয়ার হতে পারে সকলের সচেতনতা।





