বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ কালনা থানার অন্তর্গত নিভুজি মোড়ে ঘটনাটি ঘটেছে। এখানকার পীযূষ মন্ডলের মুদিখানা দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, চোরেরা একটি চারচাকা গাড়ি নিয়ে দোকানের সামনে হাজির হয়েছে। একটু এদিক-ওদিক দেখে দোকানের সামনে রাখা একটি নামি ব্র্যান্ডের লবণের পাঁচ বস্তা গাড়িতে তুলে নিয়ে হাওয়া হয়ে যান।
আরও পড়ুনঃ ময়নাতদন্তের দু’রকম রিপোর্ট! বিষ্ণু কুমারের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য, বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
advertisement
জানা যাচ্ছে, চোরেদের পরনে ছিল ভদ্রলোকের পোশাক। দোকানের মালিক পীযুষ মণ্ডল বলেন, এই ব্যাপারে আমি কালনা থানায় লিখিত অভিযোগ জানাব। এই চুরির কথা জানাজানি হতেই পূর্বের আরও দু’টি নুন চুরির ঘটনা সামনে আসে।
বেশ কিছুদিন আগে কালনার জিউধারার একচাকা মোড় এবং পার্শ্ববর্তী আশ্রমপাড়ায় দু’টি লবণ চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। তবে চোরেরা বেছে-বেছে একটি নির্দিষ্ট কোম্পানির লবণের বস্তাই নিয়ে গিয়েছেন। অন্য আরেকটি কোম্পানির লবণ তাঁরা সেখানেই ফেলে চলে যান। চারচাকা গাড়ি করে এসে লবণ চুরির বিষয়টি হাস্যকর মনে হলেও কালনা শহরে গত কয়েক দিনে নাকি এমনই ঘটনা ঘটছে। বুধবার এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।