জানা গিয়েছে, তেলেনীও পাড়া বাজার এলাকার মানিকচন্দ্র দাসের ইলেকট্রিক সামগ্রীর দোকানের সাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। দোকান মালিক ও কর্মচারীরা সকালবেলা দোকান খুলতে এসে দেখেন দোকানের ভিতর তছনছ হয়ে রয়েছে। নিখোঁজ বহু বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে একটি নামী কোম্পানির প্রায় ১ লক্ষ টাকার বৈদ্যুতিক তার চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকানদার।
advertisement
আরও পড়ুন: মাস কয়েক আগেই ছেড়ে গিয়েছে বউ! বাড়িতে স্বামীর পচা-গলা দেহ, নিচের তলায় থেকেও টের পেলেন না কেউ
অন্যদিকে, বৈদ্যপুর এলাকার বাসিন্দা জয়ন্ত দেবনাথের মুদিখানা দোকানেও একই রাতে হানা দেয় চোরের দল। সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডেড খাদ্য সামগ্রী যেমন কাজু, কিসমিস, পারফিউম-সহ বহু মূল্যবান জিনিসপত্র ও নগদ কয়েন নিয়ে পালায় তারা। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, চারজন চোর সাটারের লক ভেঙে দ্রুততার সঙ্গে দোকানের ভেতরে ঢুকে সামগ্রী লুট করছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুদির দোকানের মালিক জয়ন্ত দেবনাথ বলেন, “বেশ কিছু দামি জিনিস নিয়ে গেছে চোরেরা। পুলিশ এসেছে, তদন্ত চলছে।” ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। একই রাতে দুই দোকানে চুরির ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাতের টহলদারি বাড়ানোর দাবি তুলেছেন।






