পূর্ব বর্ধমানের সোনাপলাশী গ্রামে শিয়ালের পর এবার গ্রাম জুড়ে চোরের আতঙ্ক।প্রতিবারের মতো এবারও শীত পড়তে না পড়তেই এলাকায় বেড়েছে ছিঁচকে চোরের উপদ্রব। ইতিমধ্যেই এলাকার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এবং একাধিক বাড়িতে চুরি চেষ্টাও হয়েছে যা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। তাই এবার চুরি আটকাতে গ্রামের লোকেরাই পালা করে দিচ্ছেন রাত পাহারা। এক হাতে টর্চ ও একহাতে লাঠি নিয়ে পালা করে রাতের অন্ধকারে গোটা গ্রাম ঘুরছেন গ্রাম্য পাহারাদাররা। সোনাপলাশী গ্রামে শক্তিগড় থানার সিভিক ও গ্রামের যুবকরাই হাতে লাঠি নিয়ে দিচ্ছেন গ্রামপাহারা। গ্রামবাসীদের দাবি, মাঝে রেলগেট থাকায় কোনও ঘটনা ঘটলে শক্তিগড় থানার পুলিশের আসতে মাঝে মধ্যেই দীর্ঘ সময় লেগে যায় তাই তারা নিজেদের উদ্যোগেই শুরু করেছেন এই পাহারা।
advertisement
আরও পড়ুন: ১৮ বছর সেনাবাহিনীতে কাজ, অবসর নিয়ে ফিরতেই ধুমধাম আয়োজন! মন ভাল করা দৃশ্য বীরভূমে
এলাকার বাসিন্দা বাদশা মুখার্জী বলেন, বেশ কিছু দিন ধরেই গ্রামে চোরের উপদ্রপ বেড়েছে। কয়েকদিন আগেই গ্রামে বহিরাগতরা ঢুকে একটি বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করে যা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। পুলিশ দেখে বাইক ফেলে রেখে চম্পট দেয় তারা। এরপরই গ্রামের লোক পাহারার ব্যবস্থা করেছে। তিনি আরও বলেন, “আমাদের গ্রাম থেকে থানার দূরত্ব অনেকটা, যদি চুরির ঘটনা ঘটে পুলিশকে ফোন করলে পুলিশ আসবে কিন্তু শক্তিগড়ে রেল গেট পড়ে গেলে অনেকটা সময় লেগে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিধায়ক নিশীথ মালিক বলেন, তিনি ইতিমধ্যেই গোটা বিষয়টা পুলিশকে জানিয়েছেন। পাশাপাশি রাত পাহারা দেওয়ার জন্য প্রয়োজনীয় লাঠি, লাইট সমস্ত কিছু পুলিশকে দেওয়ার জন্য শক্তিগড় থানার পুলিশের কাছে আবেদন করেছেন। গ্রামের যুবকদের হাতে লাঠির শব্দ এখন শুধুমাত্র অতীতের স্মৃতি নয়, বরং বর্তমান পরিস্থিতিতে নিজেদের ও নিজেদের সম্পদ রক্ষার এক জরুরী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠেছে সোনাপলাশী গ্রামে। যা এই গ্রামের মানুষের একতারও প্রতীক।





