পদের নাম: মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। মোট শূন্যপদ ২১টি। বিভাগ অনুযায়ী শূন্যপদ- সাধারণ (UR): ৬টি, প্রতিবন্ধী (UR-PWD): ১টি, EWS: ২টি, তপশিলি জাতি (SC): ৬টি, তপশিলি উপজাতি (ST): ২টি, OBC-A: ২টি, OBC-B: ২টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি (Bachelor Degree in Physiotherapy) থাকতে হবে।
advertisement
অভিজ্ঞতা: কোনও হাসপাতালে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিজিওথেরাপিতে মাস্টার্স ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী বয়স ২১ থেকে ৪০ বছর। (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য)।
মাসিক বেতন: ১৮,০০০ টাকা (Consolidated)।
আবেদন পদ্ধতি: শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য যেতে হবে সংস্থার ওয়েবসাইটে। ওয়েবসাইট – www.wbhealth.gov.in।
আবেদন ফি: সাধারণের জন্য আবেদনমূল্য ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণীর (SC / ST / OBC) আবেদন মূল্য ৫০ টাকা। আবেদন মূল্য NEFT মাধ্যমে ‘DISTRICT HEALTH AND FAMILY WELFARE SAMITY (NON-NHM)’ নামে পাঠাতে হবে। নির্ধারিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে এই আবেদন মূল্য। (ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: 0187132000008। IFSC কোড: CNRB0000187)।
নিয়োগ পদ্ধতি: মোট ৫০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর, ফিজিওথেরাপি ডিগ্রির নম্বর এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হবে মেধা তালিকা। এরপর ৫ নম্বরের ইন্টারভিউ দিতে বাছাই করা প্রার্থীদের।
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৪ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। নথি যাচাইয়ের তালিকা প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর, ২০২৫।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, অনলাইনে আবেদন করার পর আবেদনপত্রের প্রিন্ট আউট ও পেমেন্ট রশিদ নিজের কাছে সংরক্ষণ করা বাধ্যতামূলক। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিম্নলিখিত ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
ওয়েবসাইট – www.purbabardhaman.nic.in।
তাই এই পদের জন্য যদি আপনি যোগ্য হয়ে থাকেন, তাহলে সময় নষ্ট না করে দ্রুত আবেদন করুন। হাতে সময় কিন্তু কম।






