সেরকমই কিছুদিন আগে ‘দানা’ র প্রভাবেও জেলার বিভিন্ন এলাকার ধান চাষিদের ক্ষতি হয়েছিল। তবে বর্তমানে আবার নতুন আতঙ্ক গ্রাস করেছে চাষিদের। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের একাধিক ধান জমিতে হামলা করেছে শোষক পোকা। যার ফলে জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে ধান। ধান চাষি নুর জামাল শেখ জানিয়েছেন, “এখন এই ভ্যানভেনে রোগ লেগেছে। ১ সপ্তাহের মধ্যে আমরা ধান কাটা শুরু করব। কিন্তু এখন এই রোগ লেগে যাওয়ার কারণে ধান তো পাবই না, এমনকি খড়ও পাওয়া যাবে না। ৫ বিঘা জমিতে অনেক টাকা খরচ করে চাষ করেছিলাম।”
advertisement
আরও পড়ুন: কাঁঠালই বদলে দেবে আপনার ভাগ্য, হবে মোটা টাকা লাভ ! দেখে নিন কী করে
এই বিষয়ে ধান চাষি মহম্মদ আশরাফ আলী মোল্লা জানিয়েছেন, “পাকা ধান পাবো নাকি সেই নিয়েও সন্দেহ আছে। সবাই এই চাষ করছে বলে আমাদেরও করতে হচ্ছে। বিকল্প কিছু পেলে অন্য ব্যবস্থা ভেবে নেবো। এবার চরম লোকসান হবে।” কৃষি দফতরের কথায় জমি আগাছা মুক্ত রাখলে, গাছের গোড়ায় যাতে পর্যাপ্ত আলো, বাতাস পৌঁছতে পারে সেদিকে নজর রাখলে, শোষক পোকার আক্রমণের সম্ভাবনা কম থাকবে। এছাড়াও আক্রান্ত জমির জল বের করে দিলে এবং আক্রান্ত জমিতে ইউরিয়া সার প্রয়োগ না করে সুষম মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করলেও, এই পোকার হামলা থেকে নিস্তার পাওয়া সম্ভব।
আরও পড়ুন: অধিক লাভের আশায় পেয়ারা চাষ বর্ধমানের এই ব্যক্তির
পূর্বস্থলী ২ ব্লকের মুকশিমপাড়া পঞ্চায়েতের অন্তর্গত কেশব বাটি, জয় কৃষ্ণপুর, আস্টেকুরি এই সমস্ত গ্রামে ধানের জমিতে শোষক পোকার রোগ ছড়িয়েছে। বর্তমানে চরম চিন্তায় রয়েছেন ধান চাষিরা। হাজার হাজার টাকা দিয়ে ধান চাষ করে এখন সমস্যায় পড়েছেন শস্য ভান্ডারের ধান চাষিরা। শোষক পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত একাধিক ধান জমি। ফলন কম হবে সেই চিন্তাতেই রয়েছেন একাধিক চাষি।
বনোয়ারীলাল চৌধুরী