TRENDING:

East Bardhaman News: পাওয়ারলুমের চাপে হারিয়েছে 'ঠক-ঠক' শব্দ, তাঁতীপাড়ার ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে একটি পরিবার

Last Updated:

East Bardhaman News: তাঁতীপাড়া নাম রয়ে গিয়েছে, কিন্তু তাঁত শিল্প ছেড়েছেন এলাকার মানুষ। একটি পরিবার টিমটিম করে বাঁচিয়ে রেখেছে ঐতিহ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নান্দুর,পূর্ব বর্ধমান,সায়নী সরকার: শিল্পী আছে শিল্প নেই। তবুও শিল্পীদের শিল্পসত্ত্বার সঙ্গে জড়িয়ে গ্রামের একটি পাড়ার নাম। সেই পাড়ার বাতাস একসময় মুখরিত থাকত ‘ঠক ঠক’ আওয়াজে, যা ছিল সৃষ্টির স্পন্দন, জীবনের ছন্দ। ​কিন্তু সময়ের নির্মম স্রোতে, সেই ছন্দ আজ থেমে গিয়েছে। গ্রামের বর্তমান প্রজন্মের কেউ আর এই শিল্পের সঙ্গে যুক্ত হতে চাইছে না।
advertisement

আবার যারা যুক্ত ছিলেন, তারা সরে গিয়েছেন এই পেশা থেকে। পাড়ার প্রায় চল্লিশটি পরিবারের মধ্যে এখন বর্তমানে একটি পরিবার শুধু যুক্ত এই শিল্পের সঙ্গে। তবুও বদলায় নি পাড়ার নাম। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ ব্লকের ছোট্ট গ্রাম নান্দুর। একটা সময়ে বর্ধমান সদর এলাকার তাঁতশিল্পের জন্য পরিচিত ছিল এই গ্রাম। গ্রামের গোটা একটি পাড়া যুক্ত ছিল এই তাঁত শিল্পের সঙ্গে। তাই পাড়ার নাম তাঁতীপাড়া।

advertisement

আরও পড়ুন: শান্তিপুরের তাঁতশিল্পে উন্নতির জোয়ার, শ্রীবৃদ্ধি ক্লাস্টারে বদলাতে চলেছে তন্তুজীবীদের জীবন! উচ্ছ্বসিত তাঁতিপাড়া

সেখানেই এখনও পাড়ার নাম সেই ঐতিহ্য বুকে নিয়ে বেঁচে আছে। অথচ সেই শিল্প আজ প্রায় নীরব। তাঁত শিল্পী ধনঞ্জয় গুঁই বলেন, আমি প্রায় ৫০ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছি। আগে প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার এই কাজের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু বর্তমানে আর কেউ এই কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন না। কমেছে আগের মত রোজগার।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হাতে ডিম নিয়েই ৩৩১বার ঘুসি! গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বারাসতের দেবজ্যোতির
আরও দেখুন

তিনি আরও বলেন, পাওয়ার লুম শাড়ী বাজার কেড়েছে হ্যান্ডলুম শাড়ির।আগে সারাদিন খাওয়া ঘুম ফেলে ধনিয়াখালি শাড়ি তৈরি করতে হত। কিন্তু এখন কাজ অনেক কম। তাই কয়েক বছর শাড়ি ছেড়ে খাদির জামার ছিট তৈরির কাজ করছি। আজ পাড়ার বাতাস আর সেই সৃষ্টির ছন্দময় ‘ঠক ঠক’ আওয়াজ শোনা না গেলেও, পাড়ার নামটি এখনও যেন বহন করে চলেছে সোনালী অতীত। পাড়ার নামের গভীরে আজও লুকিয়ে আছে সেই হারানো গৌরব, সেই শত শত শিল্পীর শ্রম আর স্বপ্ন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: পাওয়ারলুমের চাপে হারিয়েছে 'ঠক-ঠক' শব্দ, তাঁতীপাড়ার ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে একটি পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল