TRENDING:

East Bardhaman News: কাছেই রয়েছে পিকনিক করার জন্য সুন্দর জায়গা, নার্সারি ঘেরা যেন এক খণ্ড সবুজ

Last Updated:

পিকনিক করার জন্য সেরা এই জায়গা। এই জায়গায় গেলেই উপভোগ করতে পারবেন গ্রাম্য মনোরম পরিবেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: শীতের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর এইসময় অনেকেই পিকনিকের আমেজে মেতে ওঠেন। পরিবার , বন্ধু নিয়ে পিকনিকের জন্য ছুটে যান বিভিন্ন জায়গায়। একটু নির্জন, গ্রাম্য পরিবেশে সময় কাটাতে চান অনেকেই।
advertisement

আর সেই জায়গা যদি হয় একদম হাতের নাগালে, তাহলে তো কোনও কথায় হবেনা। পূর্ব বর্ধমান জেলায় রয়েছে পিকনিক করার জন্য এক সেরা জায়গা।

এই জায়গায় গেলেই উপভোগ করতে পারবেন গ্রাম্য মনোরম পরিবেশ, নিতে পারবেন পিকনিকের আমেজ। চলুন, তাহলে এবার জেনে নেওয়া যাক কোথায় রয়েছে এই জায়গা।

বর্ধমান শহর থেকে স্বল্প কিছুটা দূরেই রয়েছে এই জায়গা। একদম গ্রাম্য পরিবেশে সবুজের মাঝে তৈরি হয়েছে একটি নার্সারি। নাম রাখা হয়েছে ‘উপবন’। এই নার্সারিতেই খুবই অল্প টাকার মধ্যে পিকনিক করার ভাল ব্যবস্থা রয়েছে।

advertisement

View More

কর্তৃপক্ষের তরফ থেকে পাওয়া যাবে রান্না করার সমস্ত সরঞ্জাম। এছাড়াও খাওয়া দাওয়ার ব্যবস্থা ফুল প্যাকেজের মধ্যে করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

এই বিষয়ে উপবন নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা জানিয়েছেন, “এটা একটা নার্সারি। প্রচুর গাছপালা দিয়ে এই জায়গা ঘেরা রয়েছে। শীতকালে পিকনিকের জন্য দারুণ। আমাদের তরফ থেকে জায়গা, জল, ইলেক্ট্রিসিটি সব দেওয়া হয়।”

advertisement

যাঁরা কলকাতার দিক থেকে এই জায়গায় আসবেন তাঁদের অত্যন্ত ভাল লাগবে এখানকার পরিবেশ। পিকনিকের জন্য সত্যিই একদম আদর্শ এই জায়গা। এছাড়াও এখানে এসে ইচ্ছা হলে আরও বিভিন্ন জায়গা ঘুরেও দেখতে পারবেন পর্যটকেরা।

এখান থেকে স্বল্প দূরত্বে রয়েছে ১০৮ শিব মন্দির, কৃষ্ণ সায়র পার্ক, রমনাবাগান জুলজিক্যাল পার্ক-সহ আরও অনেক কিছু। নার্সারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারবেন এই দর্শনীয় স্থানগুলি।

advertisement

নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা আরও জানিয়েছেন, “নির্জন পরিবেশে এসে প্রত্যেকের খুব ভাল লাগবে। তবে কিছু নিয়মাবলী রয়েছে। এখানে রাত্রি যাপনের ব্যবস্থা নেই। তবে এখানে খুব সুন্দর সুন্দর ছবি উঠবে। ছবি তোলার জন্য খুব ভাল জায়গা।”

পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের নবাবহাট বাসস্ট্যান্ড থেকে সহজেই এই জায়গায় যাওয়া যাবে। নার্সারির মনোরম পরিবেশ সত্যিই অসাধারণ। পিকনিকের পাশাপাশি সবুজের মাঝে দারুণ দারুণ ছবিও তুলতে পারবেন।

advertisement

এছাড়া নার্সারিতে দেখতে পাবেন দেশি, বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ। খুবই স্বল্প টাকার মধ্যেই দেওয়া হবে পিকনিক করার জায়গা। শুধুমাত্র পিকনিকের জায়গা দেওয়া হবে এবং এক্ষেত্রে এক একজনের লাগবে ৭০ টাকা করে। তবে যাওয়ার আগে অবশ্যই বুকিং করে নেওয়া প্রয়োজন। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে 9233339777 এই নম্বারে।

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: কাছেই রয়েছে পিকনিক করার জন্য সুন্দর জায়গা, নার্সারি ঘেরা যেন এক খণ্ড সবুজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল