জানা যাচ্ছে, কালনা নিবাসী বিশ্বজিৎকে গত অগাস্ট মাসের ২৮ তারিখে হালিশহরের ওই নেশা মুক্তি কেন্দ্রে রেখে আসা হয়েছিল। প্রত্যেক মাসে সেখানে ১৫ হাজার টাকা করে দেওয়া হত। গত ২৫ ডিসেম্বর হঠাৎ ফোন করে জানানো হয়, বিশ্বজিৎ অসুস্থ। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ ফের রক্তাক্ত ইস্টার্ন বাইপাস! তরতাজা ২ যুবকের প্রাণ কেড়ে নিল বেপরোয়া ট্রাক, গুরুতর আহত আরও ১
advertisement
এরপর পরিবারের লোকেরা হাসপাতালে ছুটে যায়। কিন্তু সেখানে বিভিন্ন জায়গায় খুঁজেও বিশ্বজিৎকে না পেয়ে পুলিশের দারস্থ হন তাঁরা। তখন জানা যায় তিনি মারা গিয়েছেন। পরবর্তীতে ফোনে যোগাযোগ করলে ওই সংস্থার লোকেদের কাউকেই ফোনে পাওয়া যায় না। বিশ্বজিতের পরিবারের দাবি, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। অবিলম্বে দোষীরা শাস্তি পাক।
নেশার আসক্তি কাটাতে নেশা মুক্তি কেন্দ্রের দ্বারস্থ হন অনেকে। কালনা নিবাসী বিশ্বজিৎকেও গত ২৮ অগাস্ট হালিশহরের একটি নেশা মুক্তি কেন্দ্রে রেখে আসা হয়েছিল। পরিবারের অভিযোগ, সেখানেই তাঁকে খুন করা হয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়া হোক।
